সোনার দামে ফের হু হু করে পতন, ২০ এপ্রিল কলকাতায় দর একনজরে

একদিকে করোনার দ্বিতীয় স্রোত আর্থিক অনিশ্চয়তা নিয়ে জখন জল্পনা বাড়ছে , তখন সোনার দামে ফের হু হু করে পতন দেখা যাচ্ছে। প্রসঙ্গত, বৈশাখ মাসে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর সেই মরশুমে সোনার দামের পতন নিয়ে রীতিমতো তোলপাড় ব্যবসায়িক মহল। একনজরে দেখা যাক সোনার দাম ২০ এপ্রিল কোথায় গিয়ে দাঁড়াল।

সোনার দাম ২০ এপ্রিল

এদিন সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামের হিসাবে ০.১৮ শতাংশ নেমেছে। ফলে ১০ গ্রামে সোনার দাম আজ দাঁড়িয়েছে ৪৭,৩০৭ টাকা। ১০ গ্রামে হিসাবে এদিন সোনার দাম ৮৬ টাকা নেমেছে। স্পট মার্কেটে সোনা ১০ গ্রামে ৪৭,২৯১ দাঁড়িয়েছে। যা টাকার হিসাবে ৪১১ টাকা কমতি।

বিয়ের মরশুমে রুপোর দাম আজ কত?

প্রসঙ্গত, বিয়ের মরশুমে রুপোর দাম আজ ১ কেজিতে ৬৮,৪২৮ টাকা। ১ কেজিতে রুপোর দাম আজ ১০৪ টাকা বেড়েছে। ফলে দেখা যাচ্ছে রুপোর দাম বৈশাখের প্রথমের দিকে আজ ০.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কলকাতায় সোনার দাম

শহর কলকাতায় আজ সোনার দাম ৪৬,৮০০ টাকা ২২ ক্যারেটে। ২৪ ক্যারেটে কলকাতায় সোনার দাম ৪৯,৫০০ টাকা। প্রসঙ্গত, মঙ্গলবার সোনার দাম ২০২০ সালের রেকর্ড থেকে ৮,৫০০ টাকারও বেশি নেমেছে। সেই জায়গা থেকে রুপোর দামও ৭০ হাজারের অনেক নিচে। যা সাম্প্রতিক করোনাকালে প্রাসঙ্গিক।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৪,৫০০ টাকা, ২৪ ক্যারেটে দাঁড়িয়েছে ৪৮,৫৫০ টাকা। মুম্বইতে সোনার দাম ৪৪,৯৮০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৫,৯৮০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৬,৩০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৫০,৫২০ টাকা।

(তথ্য সূত্র গুড রিটার্নস)

বাড়ছে করোনা সংক্রমণ, ভোটমুখী বাংলায় আর কোনও বড় জমায়েত নয় বঙ্গ বিজেপির