ভারতে শেষ ২৪ ঘণ্টায় ২,৫৯,১৭০ জন করোনা আক্রান্ত , উদ্বেগে রাখছে মৃতের সংখ্যার অঙ্ক

করোনার জেরে গত কয়েকদিনের যে ট্রেন্ডে যেভাবে হু হু করে আক্রান্তের সংখ্যা বেড়েছে,তাতে উদ্বেগ, আতঙ্ক অব্যাহত। এদিকে, আজ করোনার জেরে যে দৈনিক পরিসংখ্যান এসেছে তাতে দেখা গিয়েছে করোনায় ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,৫৯,১৭০ জন। প্রসঙ্গত, গতকাল যে রিপোর্ট আসে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যায়, তাতে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হতে দেখা যায় ২,৭৩,৮১০ জনকে।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ও ভারত

গত কয়েকদিন ধরে কার্যত আড়াই লাখের উপর উঠতে শুরু করেছিল। গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা দৈনিক হারে যেদিকে যেতে শুরু করেছিল , তাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আড়াই লাখ দৈনিক আক্রান্তের সংখ্যা ছাপিয়ে হু হু করে করোনা বাড়তে থাকে ভারতে।যদি পর পর দিনের হিসাবে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা দেখা যায়, তাহলে ১৭ এপ্রিল দৈনিক আক্রান্ত ছিল দেশে ২,৩৪,৬৯২ জন, ১৮ এপ্রিল আক্রান্তের সংখ্যা ছিল শেষ ২৪ ঘণ্টায় ২,৬১,৫০০ জন। ১৯ এপ্রিল আক্রান্ত ছিল ২,৭৩,৮১০ জন। এরপর আজ ২০ এপ্রিল দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২, ৫৯,১৭০ জন।

সুস্থতা ও মৃতের সংখ্যা

প্রসঙ্গত, শেষ ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা ১,৫৪,৭৬১ জন ছিল। আর গত একদিনে মতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৬১ জনে। প্রসঙ্গত, ১৯ এপ্রিল করোনার জেরে দেশে মৃতের সংখ্যা ছিল ১৬১৯ জন। সেই জায়গা থেকে আজকের রিপোর্টে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যার বৃদ্ধি উদ্বেগে রাখছে ।

মোট পরিসংখ্যান

করোনার জেরে দেশে মোট আক্রান্ত এখনও পর্যন্ত ১,৫৩,২১, ০৮৯ জন। মোট সুস্থতার সংখ্যা ১,৩১,০৮,৫৮২ জন। মৃতের সংখ্যা মোট দাঁড়িয়েছে ১,৮০, ৫৩০ জন। দেশে এখনও পর্যন্ত মোট অ্যাক্টিভ কেস ২০,৩১ ৯৭৭ জনের মধ্যে রয়েছে।

ভ্যাকসিনেশন

সোমবার সন্ধ্যাতেই সরকার জানিয়েছে, দেশে সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। যা ১ মে থেকে শুরু হবে। এদিকে, জানা গিয়েছে, দেশে মোট ভ্যাকসিন দেওয়া হবে ১২,৭১,২৯,১১৩ জন।