নয়াদিল্লি: আধার কার্ড এই মুহূর্তে ভারতীয়দের জন্য খুবই জরুরি একটি ডকুমেন্ট। ব্যক্তির ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক ডিটেইলস রয়েছে আধার কার্ড-এ। অত্যন্ত জরুরি এই ডকুমেন্ট আইডেন্টিটি কার্ড হিসেবেই সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আইটি রিটার্ন ফাইলিং, বিমান যাত্রা থেকে শুরু করে বাড়ি-গাড়ি কেনা-বিক্রি সব কিছুতেই আধার কার্ড বাধ্যতামূলক হয়ে গিয়েছে।
এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি যদি হারিয়ে যায়, তাহলে যে কেউ অপব্যবহার করতে পারে। তাই হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লক করে দেওয়ার পরামর্শ দিচ্ছে আধার কর্তৃপক্ষ। আধার কার্ডটি হারিয়ে গেলে যেমন এটি লক করা যায়, তেমন আবার সেই আনলকও করা যায়। তারজন্য সম্পূর্ণ তথ্য UIDAI-এর ওয়েবসাইটে উল্লেখ করা আছে। UIDAI আপনাকে সরাসরি বাড়ি থেকে আধার কার্ডটি লক এবং আনলক করার অনুমতি দেয়।চলুন জেনে নেওয়া যাক কিভাবে আধার কার্ডটি লক করবেন –
আধার নম্বরটি লক করতে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে উল্লিখিত পদ্ধতিটি অনুসরণ করতে হবে।
১. UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in/ যেতে হবে।
২.’My Aadhaar’ এ ‘Aadhaar Services’ অপশন দেখতে পাবেন।
৩.Aadhaar Services এর নিচে Lock/Unlock Biometrics-এর অপশন দেখা যাবে
৪.Lock/Unlock Biometrics -এ ক্লিক করুন
৫.এর পরে লগ-ইন করার অপশন দেখা যাবে। এখানে ১২ অঙ্কের আধার নম্বর বা ১৫ ডিজিটের ভার্চুয়াল আইডি (VID) লিখতে হবে।
৬.ক্যাপচা কোডটি পূরণ করতে হবে তারপর ‘Send OTP’- তে ক্লিক করতে হবে।
৭.ওটিপি দেওয়ার পরে, বায়োমেট্রিক ডেটা লক করার অপশন আসবে।
৮.লক অপশনটি ক্লিক করলে আধার কার্ডটি ব্লক হয়ে যাবে।
আধার কার্ডটি লক করার আগে একটি ভার্চুয়াল আইডি (VID) তৈরি করে নিতে হবে। কারণ আধার নম্বর লক করার পরে আপনার কেওয়াইসি সম্পর্কিত যে কোনও ধরণের প্রয়োজনের জন্য এটি প্রয়োজন হবে।ঠিক যেভাবে লক করা হয়েছে, সেইরকম ভাবে আনলকও করা যাবে। ওটিপি দেওয়ার পর আপনাকে বায়োমেট্রিক ডেটা ‘আনলক’ করার অপশনটি বেছে নিতে হবে।
একবার লক হয়ে গেলে, ডেমোগ্রাফিক, বায়োমেট্রিক বা ওটিপির মাধ্যমে আধার নম্বর দিয়ে যাচাইকরণ করা যাবে না।এর মাধ্যমে আধার নম্বরের অপব্যবহারের সম্ভাবনা দূর হবে। যে কোনও ধরণের কেওয়াইসির জন্য আপনার ১৬-ডিজিটের ভার্চুয়াল আইডির প্রয়োজন পরবে। আধার কার্ডটি আনলক করার পরে, আপনি এবার সমস্ত পরিষেবার জন্য ব্যবহার করতে পারবেন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.