করোনার কোপ এবার ইউজিসি নেটেও, পিছিয়ে গেল ২ মে-র নির্ধারিত পরীক্ষা

করোনা সংক্রমণ বেড়ে চলায় পিছিয়ে দেওয়া হল চলতি বছরের ইউজিসি নেট পরীক্ষা। ২ মে রবিবার পরীক্ষা হওয়ার কথা ছিল। তার পরিবর্তে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। গোটা দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। ন্যাশনাল টেস্ট এজেন্সি এই পরীক্ষা নেয়। অ্যাসিস্ট্যান্ট অধ্যাপক ও রিসার্চ ফেলো নির্বাচক পরীক্ষা এটি।

করোনার দ্বিতীয় ঢেউ

গোটা দেশেই শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ। দিনে প্রায় ৩ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একাধিক রাজ্যে করোনা ভাইরাসের সংকরমণ ভয় ধরাচ্ছে। মহারাষ্ট্রের পথেই হাঁটতে শুরু করেছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, বিহার, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কার্নাটক,তেলঙ্গানা। একাধিক রাজ্যে ইতিমধ্যেই লকডাউন, নাইট কার্ফু ও ১৪৪ ধারা জারি করেছে।

সিবিএসই দশমের পরীক্ষা বাতিল

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে। একাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে আবার আইসিএসই বোর্ডও দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দিয়েছে। যদি পশ্চিমবঙ্গ সরকার এখন বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়নি। জুন মাসে পরীক্ষা হওয়ার কথা।

নেট পরীক্ষা পিছল

করোনা সংক্রমণের কারণে পিছিয়ে দেওয়া হল ইউজিসি নেট পরীক্ষাও। ২ মে পরীক্ষা হওয়ার কথা ছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা নিয়ে থাকে। মূলত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রিসারচ ফেলো নিয়োগের জন্যই এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। ১৭ মের পর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে ২০২০ সালের নেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল এই করোনার কারণেই। পরীক্ষার ১৫ দিন আগে চূড়ান্ত দিন জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

স্কুল ছুটি

করোনা সংক্রমণের কারণে অধিকাংশ রাজ্যই স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের সব সরকারি স্কুলে আজ থেকেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। একই ভাবে দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে স্কুল ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে।

দেশজোড়া আতঙ্কের মধ্যে প্লাজামার থেরাপির চাহিদাও আকাশছোঁয়া, জেনে নিন রাজ্যভিত্তিক হেল্পলাইন নম্বর