করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে দিল্লি সরকার সোমবার রাত থেকে লকডাউন ঘোষণা করে দিয়েছেন, যা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আর এই লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে দিল্লিবাসী মদ মজুত রাখার জন্য মদের দোকানের বাইরে লম্বা লাইন তৈরি করে ফেলেছেন। শহরের বিভিন্ন মদের দোকানগুলিতে মদ কেনার হিড়িক পড়ে গিয়েছে। সেরকমই শিবপুরি গীতা কলোনির এক মদের দোকানে দেখা গেল বয়স্ক মহিলাকে মদ কিনতে, যিনি জানিয়েছেন যদি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন তবে ওষুধ নয় বরং মদই তাঁকে এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্য করবে।
তিনি বলেন, 'আমি ২টো বোতল নিতে এসেছি। এইজন্য নিতে এসেছি, কারণ মদে অ্যালকোহল রয়েছে। টিকা নিয়ে কোনও লাভ নেই, মদ খেলে লাভ পাব। যতজন মদ খাবে, ততজন সুস্থ থাকবে। যতজন মাতাল রয়েছে, সব মাতালরা সুস্থ থাকবে।’ ওই মহিলা আরও বলেন, 'এই ওষুধে আমার কোনও প্রভাব পড়বে না। আমার পেগ খেলে প্রভাব পড়বে। আমি মদ খাচ্ছি ৩৫ বছর ধরে, আমি আর কোনও দ্বিতীয় ডোজ নেওয়র প্রয়োজন বোধ করিনি।’ লকডাউন নিয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন যে মদের দোকান অন্তত খোলা রাখা উচিত।
এই মহিলার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এখনও পর্যন্ত তিন লক্ষের বেশি মানুষ এটি দেখেছেন। নেটিজেনরা এই ভিডিও দেখার পর কিছুটা রেগে রয়েছেন আবার কেউ কেউ মজা পেয়েছেন। প্রসঙ্গত, সোমবার রাত থেকে দিল্লিতে লকডাউন কার্যকর হবে তবে জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে। তবে এই সময় মদের দোকান বন্ধ রাখা হবে।
দিল্লির দরিয়া গঞ্জ, করোল বাগ এবং গোলা মার্কেটের মদের দোকানের বাইরে এদিন লম্বা লাইন দেখা যায়। মদ কেনার জন্য কোভিড বিধি লঙ্ঘন করে হুড়োহুড়ি বেধে যায়। এমনকী দিল্লি পুলিশ ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অনেক ক্রেতাই মদের পুরো বাক্স কিনে নেওয়ার চেষ্টা করছিলেন।