করোনা দমাতে ফের লকডাউনের রাস্তায় দিল্লি, সরকারি ঘোষণা হতেই ভিড় বাড়ছে মদের দোকানে

মু্ম্বইয়ের পাশাপাশি দিন যত গড়াচ্ছে ততই দিল্লিতেও বাড়ছে বাড়ছে করোনা উদ্বেগ। এদিকে নতুন করে সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে দিল্লিতে জারি হল ৭ দিনের লকডাউন। আজ অর্থাৎ সোমবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লাগু থাকবে লকডাউন। এদিন ভার্চুয়াল বৈঠকে একথা জানিয়ে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে লকডাউন ঘোষণা হতেই রাজধানীর মদের দোকান গুলিতে কার্যত জনজোয়ার দেখতে পাওয়া গেল।

সবথেকে বেশি ভিড় দেখতে পাওয়া গেল গোলে মার্কেট এলাকায়। এখানের প্রায় প্রতিটা মদের মদের দোকানের বাইরে দেখা যায় লম্বা লাইন। অনির্দিষ্ট সময়কালের জন্য দোকান বন্ধ থাকার আশঙ্কায় অনেককেই মজের বাড়তি স্টকও করতে দেখা যাচ্ছে। এদিকে গত চব্বিশ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণের হার ২৪ শতাংশ থেকে বেড়ে ৩০ শতাংশ হয়েছে। আর তাতেই নতুন করে আশঙ্কার কথা শোনাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। এদিকে দিল্লিতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৫৩ হাজারের বেশি।

People queue up outside a liquor shop in Gole Market area.

Delhi govt has decided to impose a lockdown in Delhi, from 10 pm tonight to 6 am next Monday (26th April). pic.twitter.com/DdbSfKaiHT

— ANI (@ANI) April 19, 2021

অন্যদিকে অক্সিজেনের ঘাটতি নিয়ে দিল্লিতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। রবিবারই সাংবাদিক বৈঠকে দিল্লির ভয়াবহ পরিস্থিতি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, গোটা দিল্লিতে আর মাত্র ১০০ আইসিইউ বেড রয়েছে। এমতাবস্থায় সোমবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের সঙ্গে বৈঠকের পরেই সরকারি ভাবে লকডাউনের ঘোষণা করা হয়। এদিকে রবিবারই দিল্লিতে এখনও পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫,৪৬২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।