কলকাতা : সোমবার বাজারে গিয়ে কত খসবে পকেট থেকে? বাজার যাওয়ার আগে দেখে নিন আজকের পাইকারি ও খুচরো বাজার দর-
জ্যোতি আলু– ১৮-১৯ টাকা প্রতিকিলো, পিঁয়াজ– ৫৫–৫৮ টাকা প্রতিকিলো, রসুন – ২০০ টাকা প্রতিকিলো,আদা– ৮০ – ১২০ টাকা প্রতিকিলো,নতুন আদা – ১০০–১৪০ টাকা প্রতিকিলো, পটল– ৩০ -৪০ টাকা প্রতিকিলো, ঢ্যাঁড়শ– ৩০-৪০ টাকা প্রতিকিলো, কুমড়ো– ১৫-২০ টাকা প্রতিকিলো, উচ্ছে– ৫০-৬০ টাকা প্রতিকিলো, ঝিঙে– ৩০-৪০ টাকা প্রতিকিলো, বেগুন – ৩০-৫০ টাকা প্রতিকিলো, টমেটো– ৩০ -৪০ টাকা প্রতিকিলো, লঙ্কা– ১০০ টাকা প্রতিকিলো, বিট– ৩৫ –৪০ টাকা প্রতিকিলো, গাজর– ৪০ –৫০ টাকা প্রতিকিলো, বাধা কপি– ৫০ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ২৫-৩০ টাকা,বরবটি – ৪০-৫০ টাকা প্রতিকিলো, করলা– ৫০–৬০প্রতিকিলো, লাউ – ১৫ –২০টাকা প্রতিকিলো৷ পেপে – ৩০-৪০ টাকা প্রতিকিলো, সিম- ৩০-৪০ টাকা প্রতি কিলো। এঁচড় – ৫০ টাকা প্রতি কিলো। মোচা – ১৫-২৫ টাকা প্রতি পিস। ওল – ৪০ টাকা প্রতি কিলো
মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৬০-২০০ টাকা। রুই (কাটা) ২০০-২২০ টাকা, কাতলা (গোটা) ২৫০ টাকা, কাতলা (কাটা) ৩০০ টাকা, বাটা-১৬০টাকা, ভেটকি ৩৫০-৪০০ টাকা, গলদা চিংড়ি ৫০০ টাকা, বাগদা ৬০০-৭০০ টাকা,
মাংস: মুরগি – ১৪০-১৬০ টাকা কিলো। পাঁঠা – ৭০০-৭২০ টাকা প্রতি কিলো
পাইকারি বাজারে- জ্যোতি আলু– ১০-১১ টাকা প্রতিকিলো,নতুন আলু – ১৩ টাকা প্রতিকিলো, পেঁয়াজ- ১৫-২৫ টাকা প্রতিকিলো,আদা – ৫০ টাকা প্রতিকিলো,গাজর – ৫০ প্রতিকিলো, কুমড়ো– ৬-৮ টাকা প্রতিকিলো, ফুল কপি প্রতি পিস ১৫-২০ টাকা,বাধা কপি ১৫-২০ টাকা প্রতিকিলো, টমেটো ২০- ৩০ টাকা প্রতিকিলো, বেগুন ১৫-২০ টাকা প্রতিকিলো,
বেশি ফলনের জেরে জ্বালানির উর্ধমুখী দাম বাজারে প্রভাব ফেলেনি। শুক্রবার পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি ৷ রবিবার দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ছিল ৯০.৪০ টাকা ৷ ডিজেল ৮০.৭৩ টাকা ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও পেট্রোল ও ডিজেলের দামে তার প্রভাব অল্প পড়েছে ভারতের বাজারে৷
রবিবার তেলের দাম অপরিবর্তিত রেখেছিল সরকারি তেল সংস্থাগুলি ৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬.৮৩ টাকা, ডিজেলের দাম ৮৭.৮১ টাকা ৷ কলকাতায় পেট্রোলের দাম ৯০.৬২ টাকা, ডিজেলের দাম ৮৩.৬১ টাকা ৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৯২.৪৩ টাকা, ডিজেলের দাম ৮৫.৭৫ টাকা ছিল ৷
অন্যদিকে, নয়ডায় ১ লিটার পেট্রোলের দাম ছিল ৮৮.৭৯ টাকা, ডিজেলের দাম ৮১.১৯ টাকা ৷ বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ৯৩.৪৩ টাকা ৷ ডিজেলর ৮৫.৬০ টাকা ৷ পটনায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯২.৭৪ টাকা, ডিজেলের দাম ৮৫.৯৭ টাকা ৷ লখনউতে পেট্রোল ৮৮.৭২ টাকা প্রতি লিটার হিসেবে বিক্রি হচ্ছে ৷ ডিজেল৮১.১৩ টাকা ৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.
করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।