আইপিএল ২০২১-এর কমলা ও বেগুনি টুপির লড়াই যেন সাপ-লুডোর খেল, কী বলছে লিগ তালিকা

জমে উঠেছে আইপিএল ২০২১-এর লড়াই। ইতিমধ্যেই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে ৬টি দল। বাকি দুটি আজ সন্ধ্যায় চলতি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে চলেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সেই আবহে টুর্নামেন্টের কমলা ও বেগুনি টুপি জয়ের লড়াইয়ের দিকে নজর ফেরানো যাক। দেখে নেওয়া যাক পয়েন্ট তালিকা।

কমলা টুপি জয়ের লড়াই

রবিবার আইপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তার সঙ্গে টুর্নামেন্টের কমলা টুপি জয়ের লড়াইয়ে বেশ খানিকটা চড়াই-উতরাই পরিলক্ষিত হয়। রবিবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলে কমলা টুপি জয়ের লড়াই সর্বাগ্রে পৌঁছে গিয়েছেন শিখর ধাওয়ান। চলতি টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ১৮৬ রান করেছেন গব্বর। তাতে দুটি অর্ধশতরান সামিল রয়েছে।

বেগুনি টুপির লড়াই

আইপিএল ২০২১-এ বেগুনি টুপি জয়ের লড়াইয়ে নিজের সিংহাসন ধরে রাখতে সক্ষম হয়েছেন হর্ষল প্যাটেল। আরসিবি-র জার্সিতে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। রবিবার কেকেআরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও ২টি উইকেট নেন হর্ষল।

পয়েন্ট তালিকার প্রথম চার দল

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকার প্রথম স্থানে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সম পরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়েও কেবল নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স। ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে সিএসকে।

পয়েন্ট তালিকার শেষ চার দল

২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে নেট রানের নিরিখে লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্য়ালস। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে অবস্থান করছেন যথাক্রমে কেকেআর ও পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত একটি ম্যাচও না জেতা সানরাইজার্স হায়দরাবাদ লিগ তালিকার অষ্টম তথা সর্বশেষ স্থানে অবস্থান করছে।

আইপিএলের আবহে রশিদের সঙ্গে উপবাস পালন ওয়ার্নার-উইলিয়ামসনের, ভিডিও ভাইরাল