ফের একবার ভোটের দফা কমানোর দাবি, ১৫ মিনিটে ভাষণে করোনার বাড়-বাড়ন্ত নিয়ে বিজেপিকেই নিশানা মমতার

রাজ্যে করোনার বর্তমান পরিস্থিতির জন্য দায়ী বিজেপিই (bjp)। এদিন কালিয়াগঞ্জের সভা থেকে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । এদিনের সভা থেকেও তিনি অভিযোগ করেন ছয়মাস ধরে ভ্যাকসিন চেয়েছেন, কিন্তু তা দেওয়া হয়নি। সেই জন্যই রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

ছয়মাস ধরে ভ্যাকসিন দেয়নি, ওষুধ দেয়নি কেন্দ্র

পরবর্তী দফাগুলিতে করোনাই হতে চলেছে তৃণমূলের প্রচারের হাতিয়ার। এদিন কালিয়াগঞ্জের সভা থেকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর ভাষণের জন্য ১৫ মিনিট সময়ের অনেকই ব্যয় করেন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করেন। পাশাপাশি কেন্দ্র গত ছয়মাসে ভ্যাকসিনের পাশাপাশি ওষুধ দেয়নি বলেও অভিযোগ করে তিনি দাবি করেছেন, সেই কারণেই রাজ্যে করোনার বাড়-বাড়ন্ত।

ফের দফা কমানোর দাবি

চতুর্থ দফা শেষের পরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন পঞ্চম দফাকে বাদ দিয়ে বাকি তিনদফার ভোট একসঙ্গে করে দেওয়া হোক। তাতে করোনার প্রকোপ কিছুটা কমবে। যদিও নির্বাচন কমিশন জানায় ভোটের দফা কমানো হবে না। তবে প্রচারের সময়সীমা কমিয়ে দেয় কমিশন। এদিন কালিয়াগঞ্জে প্রচারের গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ভোটের দফা কমানোর দাবি তোলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শেষ দুদফার ভোট একসঙ্গে করে দেওয়া হোক।

ভোটের প্রচারে এনআরসি, এনপিআর ইস্যু

কালিয়াগঞ্জে ভোটের প্রচারে এনআরসি, এনপিআর ইস্যু উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন এনআরসি, এনপিআর না করতেই ভোট নষ্ট করবেন না। বিজেপি আসলেই এনআরসি হবে বলে সতর্ক করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একটি ভোটও তাদেরকে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল চায় নারী সুরক্ষা, বিনা পয়সায় খাদ্য আর মানুষের সম্মান।

বুলেটের বদলা ব্যালটে চাই

এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারের শীতলকুচির ঘটনা স্মরণ করিয়ে বলেন, বুলেটের বদলা ব্যালটে চাই। তিনি বলেন, বিজেপিকে গোল দিন, আর মাঠের বাইরে বের করে দেন। মুখ্যমন্ত্রী বলেন, অনেক কিছুই তিনি রাজ্যের মানুষের জন্য করেছেন। ভবিষ্যতে আরও করবেন বলে আশ্বাস দেন তিনি।

আসবেন কালিয়াগঞ্জে

মুখ্যমন্ত্রীর আধঘন্টা বলার কথা থাকলেও, এদিন তিনি ভাষণ শেষ করে দেন ১৫ মিনিটে। জানান, করোনা পরিস্থিতির জন্য তিনি বড় সভা করছেন না। সবাইকে মাস্ক পরতে অনুরেআধ করেন তিনি। পাশাপাশি তিনি বলে, ভোটে জেতার পরে তিনি কালিয়াগঞ্জে আসবেন।

মুখ্যমন্ত্রীর মুখে দেশ বিরোধী কথা, দলের নেতা চান চারটে পাকিস্তান, আক্রমণ শুভেন্দুর

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।