আশা জাগিয়েও ২০০ পার করতে ব্যর্থ সিএসকে, রাজস্থান রয়্যালসের টার্গেট ১৮৯

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আশা জাগিয়েও দুশো পার করতে পারল না চেন্নাই সুপার কিংস। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তুলল ৯ উইকেটে ১৮৮ রান। ৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন ডোয়েইন ব্র্যাভো। চার ওভারে ৩৬ রানের বিনিময়ে তিন উইকেট নেন চেতন সাকারিয়া।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দুই দলের প্রথম একাদশই এই ম্যাচে অপরিবর্তিত। এবারের আইপিএলে শুরু থেকেই ব্যর্থ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের পাশে দাঁড়িয়ে এই ম্যাচেও তাঁকে খেলাল সিএসকে। যদিও ধোনি-ফ্লেমিংদের আস্থার মর্যাদা দিতে পারলেন না ঋতুরাজ। গতবারের ছন্দের ধারেকাছে তিনি এবার নেই। মুস্তাফিজুর রহমানকে তুলে মারতে গিয়ে তিনি শিবম দুবের হাতে ধরা পড়েন। করেন ১৩ বলে ১০ রান। প্রথম বলেই আউট হতে হতে বেঁচেছিলেন, সেই বলেই তিনি চার পান কোনওক্রমে। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩৩ রান করেন আউট হন অপর ওপেনার ফাফ দু প্লেসি। টি ২০-তে তিনি আরও একবার ক্রিস মরিসের শিকার হলেন। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে তিনি আউট হন, দলের ৪৫ রানের মাথায়।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এরপর মঈন আলি আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। একটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২০ বলে ২৬ রান করে ফেরেন মঈন। রাহুল তেওয়াটিয়ার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে। ৯.২ ওভারে ৭৮ রানের মাথায়। এরপর সুরেশ রায়না ও অম্বাতি রায়ুডু দলের রানকে একশো পার করান। তবে একই ওভারে রায়ুডু ও রায়নাকে ফেরান চেতন সাকারিয়া। ১৭ বলে ২৭ করেন রায়ুডু। ১৫ বলে ১৮ করেন রায়না। ১৩.৫ ওভারে ১২৫ রানের মাথায় পঞ্চম উইকেট পড়ার পর নেমে রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৭ বলে ১৮ করেই সাকারিয়ার তৃতীয় শিকার হন ধোনি। এদিন তিনি ২০০তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। জাদেজা ৮ রান করে মরিসের বলে কট বিহাইন্ড হন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

১৯তম ওভারে ক্রিস মরিসের বলে ১৫ রান তোলেন স্যাম কারান ও ডোয়েইন ব্র্যাভো। ৬ বলে ১৩ রান করে শেষ ওভারে তিনি রান আউট হন। ব্র্যাভোর ব্যাটিংয়েই লড়াইয়ের মতো রান তুলতে সক্ষম হয় সিএসকে।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার।

রাজস্থান রয়্যালস: জস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।