চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০০তম ম্যাচে জয় পাওয়ার পর এবার সিএসকে অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচেও জয়ের স্বাদ পেলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বইয়ের ওয়াংখেড়েতে আজ রাজস্থান রয়্যালসকে হারাল চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য ১৮৯ রান তাড়া করতে গিয়ে ২০ ওভারে ৯ উইকেটে রানের ১৪৩ বেশি তুলতে পারেনি রাজস্থান। ৩ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন মঈন আলি। স্যাম কারান ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে দুটি উইকেট নেন। চার ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচে চারটি ক্যাচ ধরেন জাদেজা। তাঁর বলে জস বাটলারের বোল্ড হওয়াকেই এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জয়ের ফলে ধোনিরা রইলেন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
জয়ের জন্য ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে রাজস্থান রয়্যালস। প্রথম ওভারে দীপক চাহারের বলে ওঠে ১১ রান। ৩.৫ ওভারে মনন ভোরাকে আউট করেন স্যাম কারান। ভোরা করেন ১১। নিজের পরের ওভারের পঞ্চম বলেই অধিনায়ক সঞ্জু স্যামসনকে প্যাভিলিয়নে ফেরান কারান। পাওয়ার প্লে-তে কারানের এই জোড়া ধাক্কা চাপে ফেলে দেয় রাজস্থানকে।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
কার্যত একার কাঁধে সেই চাপ কাটানোর চেষ্টা করছিলেন জস বাটলার। ১২তম ওভারে রাজস্থানের ৮৭ রানের মাথায় ৪৯ রানে বাটলারকে আউট করেন রবীন্দ্র জাদেজা। ওই ওভারেই তিনি তুলে নেন শিবম দুবের উইকেট। এর পরেই মঈন আলির ম্যাজিক। ২ রানে ডেভিড মিলার লেগ বিফোর হন। ১৫তম ওভারের প্রথম ও তৃতীয় বলে রিয়ান পরাগ ও ক্রিস মরিসের উইকেটও তুলে নেন মঈন। দুজনের ক্যাচই তালুবন্দি করেন জাদেজা। আট রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সঞ্জু স্যামসনের দল। ২০০তম ম্যাচে ধোনির অধিনায়কত্ব ও ফিল্ড প্লেসিংয়ের প্রশংসা করেছেন সুনীল গাভাসকর বলেন, ধোনি এই ম্যাচে অধিনায়ক হিসেবে ব্রিলিয়ান্ট ছিলেন। তাঁর বোলিং পরিবর্তনের কথা তো বলতেই হবে। জাদেজা চারটি ক্যাচ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভালো সেভ করেছেন। এখানেই ধোনির ফিল্ড প্লেসিংয়ের তারিফ করতে হয়।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। ১৭ বলে সর্বাধিক ৩৩ রান করেন ফাফ দু প্লেসি। চারটি চার ও দুটি ছয় মারেন তিনি। অম্বাতি রায়ুডু ১৭ বলে ২৭, মঈন আলি ২০ বলে ২৬ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৭ বলে ১৮ রান করেন। দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়ে ৮ বলে ২০ করে অপরাজিত থাকেন ডোয়েইন ব্র্যাভো। ৬ বলে গুরুত্বপূর্ণ ১৩ করে শেষ ওভারে রান আউট হন স্যাম কারান। চেতন সাকারিয়া ৩ উইকেট নেন ৩৬ রানের বিনিময়ে। রায়না, রায়ুডু ও ধোনিকে আউট করেন তিনি। ক্রিস মরিস ২টি উইকেট পান।