মনমোহনকে চাঁচাছোলা ভাষায় আক্রামণ হর্ষবর্ধনের
এদিন টুইটাবার্তায় হর্ষ বর্ধন লেখেন ‘আপনি এই কঠিন সময়ে দাঁড়িয়ে টিকাকরণের প্রয়োজনীয়তা বুঝলেন। কিন্তু দুংখের বিষয় এই যে আপনার পার্টির অনেক নেতা, এমনকী যে সব রাজ্যে আপনাদের সরকার রয়েছে সেখানকার মন্ত্রীরাও টিকাকরণ নিয়ে আপনার মতো কথা বলছে না। উল্টে সাধারণ মানুষকে টিকা দেওয়ার পরিবর্তে টিকাকরণ নিয়ে কেন্দ্রের খুঁত ধরতেই ব্যস্ত তারা।'
দলের নেতাদের মিথ্যাচার করতে বারণ করুন
এই প্রসঙ্গে মনমোহনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে হর্ষ বর্ধনের পরামর্শ, ‘ইতিহাস যদি আপনার প্রতি সদয় হত মনমোহন সিং জী, যদি আপনার দলের লোকেরা আপনার পরামর্শ শুনত তবে পরিস্থিতি অন্যরকম হতে পারতো। কিন্তু সাধারণ মানুষের মনে টিকা নিয়ে সংশয় তৈরি করছেন কংগ্রেস নেতারা। তাই আগে দলের নেতাদের টিকাকরণ নিয়ে মিথ্যাচার করতে বারণ করুন।'
কোথায় দাঁড়িয়ে ভারতের করোনা টিকাকরণ ?
এদিকে রবিবার সকাল ৭টা পর্যন্ত গোটা দেশে ১২.২৬ কোটি মানুষকে করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ৪৫ বছরের উর্ধে ১০.৮ লক্ষ মানুষকে করোনা টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি ষাটোর্ধ ৩৮.৯০ লক্ষ মানুষকে টিকার দুটি ডোজই দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যা আদপে মূল লক্ষ্যমাত্রার থেকে অনেকটাই কম। আর এখানেই বাড়ছে উদ্বেগ।
মনমোহন সিংয়ের চিঠিতে তথ্যগত ভুল ?
অন্যদিকে এদিন মনমোহন সিংয়ের চিঠিতে তথ্যগত ভুলেরও অভিযোগ তুলেতে দেখা যায় স্বাস্থ্য মন্ত্রীকে। হর্ষ বর্ধনের কথায়, " করোনাকে বাগে আনতে আপনি সরকারকে বিজেশি টিকা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। কিন্তু আপনার পরামর্শের অনেক আগেই সরকার এই সিদ্ধান্ত কার্যকর করেছে। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসাবে ভারত একযোগে দুটি করোনা টিকা তৈরি করে ফেলল। কিন্তু সেই সাফল্য নিয়ে একটাও শব্দ খরচ করেননি আপনার দলের নেতারা।"