আইপিএলে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। চেন্নাইয়ে তিনটি ম্যাচের তিনটিতেই হেরেছে। বারবার জয়ের সম্ভাবনা তৈরি করেও জিততে পারছে না ডেভিড ওয়ার্নারের দল। তার মধ্যেই উৎকণ্ঠা মুথাইয়া মুরলীধরনকে নিয়ে।
আজ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। তিনি সানরাইজার্সের অন্যতম সাপোর্ট স্টাফ। চেন্নাইয়ের হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে একটি স্টেন্ট বসানো হয়েছে। সানরাইজার্স শিবির সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। জানা গিয়েছে, আইপিএলের জন্য চেন্নাই আসার আগেই তাঁর হার্টে ব্লক থাকায় শ্রীলঙ্কায় চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছিল মুরলীর। প্রাথমিকভাবে বলা হয়েছিল এখনই স্টেন্ট বসানোর দরকার নেই। তবে অসুস্থ বোধ করায় তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন। একটি স্টেন্ট বসানোর পর মুরলী ভালোই আছেন। খুব শীঘ্রই তিনি মাঠে ফিরবেন বলে আশাবাদী সানরাইজার্স শিবির।
শ্রীলঙ্কার হয়ে ১৩৩টি টেস্ট, ৩৫০টি একদিনের আন্তর্জাতিক ও ১২টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি সর্বাধিক ৮০০ উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের আন্তর্জাতিকে ৫৩৪টি ও টি ২০ আন্তর্জাতিকে ১৩টি উইকেট পেয়েছেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি। ২০১৫ সাল থেকে সানরাইজার্সের বোলিং কোচ ও মেন্টরের ভূমিকা পালন করেছেন। সিএবি বাংলার ভিশন টি ২০-তেও কোচ করেছে মুরলীকে। ক্রিকেটমহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।