যে রকম চাইছি সেরকম নির্বাচন
রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই। কিন্তু আছে কেন্দ্রে। নির্বাচন করাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনীর কাজেই খুশি রাজ্যের বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপির রাজ্য সভাপতি দিলবীপ ঘোষ বলেছেন, তারা যেরকম চাইছেন, ঠিক সেরকমই হচ্ছে এবারের বিধানসভা নির্বাচন। কটাক্ষ করে তিনি বলেছেন, যাঁরা চাইছে বিজেপি হারাবে, তারা এখন ছেড়ে দিতে পারলে বাঁচে। বিজেপিত ২০০ আসনের দিকেই হিসেব কষে এগোচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রচার নিয়ে বিরোধীদের কটাক্ষ
এদিন প্রচার নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তৃণমূলের নাম না করে তিনি বলেছেন, ওরা বলছে নির্বাচন একসঙ্গে করে দিতে। কেউ না এলে সভা করবে কী করে। এছাড়াও মিটিরং করতে গেলে খরচ আছে। বক্তা থেকে নেতা কেউ বের হচ্ছে না। তাই বিজেপি বলছে রেজাল্ট হয়ে গিয়েছে।
নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবেই
মুখ্যমন্ত্রী একদিকে যখন বলছেন আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের দায়িত্ব। ঠিক সেই সময় রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, কেন্দ্রীয় বাহিনীর নয়। কিন্তু তাদেরকে যে কারণে আনা হয়েছে, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে, নির্বাচন ঠিক সেইভাবেই হচ্ছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ৮০ শতাশের বেশি আসনে ভোট হত না। এছাড়াও শহরতলিতে ভয় দেখিয়ে গুণ্ডাদের দিয়ে ভোট করানো হত। কিন্তু এবার তা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর কারণে মানুষ আর ভয় পাচ্ছে না, মন্তব্য দিলীপ ঘোষের।
পুলিশ-গুণ্ডাদের সম্পর্ক পুরনো
দিলীপ ঘোষ এদিন দাবি করেন, বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী থাকায় কোথাও কোনও রকমের গণ্ডগোল হয়েনি বুথের মধ্যে। কিন্তু বুথের বাইরে হয়েছে। কেননা বুথের বাইরে রয়েছে রাজ্যের পুলিশ। সেই পুলিশের সঙ্গে গুণ্ডাদের সম্পর্ক পুরনো। সেই করাণে বিরোধীদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, মারামারি হচ্ছে। পুলিশকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছেন, ক্যামেরার সামনে ঘরবাড়ি ভাঙা হচ্ছে আর পুলিশ কিছুই জানতে পারছে না।