বিজেপির কথায় প্রচারে দিন কমিয়েছে কমিশন, করোনা ছড়ানো নিয়েও খোঁচা মমতার

বিজেপির কথা শুনে প্রচারের দিন কমিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল বলেছিল বাকি দফা একসঙ্গে করতে। কিন্তু শোনেনি নির্বাচন কমিশন। দফা কমালে করোনা এভাবে ছড়াত না বাংলায়। উল্টে বহিরাগতদের নিয়ে এসে বাংলায় করোনা ছড়াচ্ছেন দিল্লির নেতারা। দিল্লির করোনা আক্রান্তরা বাংলায় এসে প্রচার চালাচ্ছে। হাওড়ায় এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও অভিযোগ মমতার।

নদিয়ার তেহট্টের জনসভা থেকে বিজেপিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার নির্বাচন বাংলা মায়ের ইজ্জত রক্ষার নির্বাচন, বাংলার সভ্যতা-সংস্কৃতি-ভাষা রক্ষার নির্বাচন। এ নির্বাচন শান্তি রক্ষার নির্বাচন। মর্যাদা রক্ষার পাশাপাশি বাংলাকে রক্ষা করার নির্বাচন। এই নির্বাচনে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে জয়যুক্ত করুন, তবেই বাঁচবে বাংলা।

মমতার কথায়, আগের দেওয়া প্রতিশ্রুতিমতো প্রত্যেকটা কাজ তৃণমূল কংগ্রেস করেছে। আগামীদিনেও তাঁর সমস্ত প্রতিশ্রুতি পালন করবে। বিনা পয়সায় রেশন দেবে, দুয়ারে দুয়ারে রেশন চাইলে তৃণমূলকে ভোট দিন। তৃণমূলের প্রার্থীদের জেতান, তাহলে জিতবে বাংলা। বিপদে-আপদে আমরা আছি। আমরা সব কিছু করে দেব। শুধু ভোটটা আমদের দিন। আপনাদের কাছে এই আর্জি নিয়ে এসেছি।

মমতা বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় এলে মহিলাদের হাত খরচা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ৫০০ থেকে ১০০০ টাকা পাবেন মাসে মাসে। তারপর মাতৃবন্দনা প্রকল্পে আরও ১০ লক্ষ মহিলাকে স্বনির্ভর করার পরিকল্পনা রয়েছে তাঁর সরকারের। এক কোটি মহিলা আছে সেল্ফ হেল্প গ্রুপে। আরও মহিলাকে অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে।