করোনা মোকাবিলায় মোদীকে চিঠি মনমোহনের, দিলেন পাঁচ উপদেশ

দেশে করোনার (coronavirus) পরিস্থিতি উদ্বেগজনক। যা নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) চিঠি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (manmohan singh) । চিঠিতে তিনি টিকাকরণ (vaccination) কর্মসূচিকে আরও বাড়িয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন।

আগামী ছয়মাসের পরিকল্পনা

এদিন তিনি চিঠিতে বলেছেন, কেন্দ্রের উচিত আগামী ছয়মাসের জন্য ভ্যাকসিনের অর্ডার দেওয়া। পাশাপাশি রাজ্যগুলির হাতে কীভাবে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যাবে তার পরিকল্পনা করা।

মনমোহন সিং বলেছেন, কেন্দ্র ভ্যাকসিন বিতরণের ১০ শতাংশ জরুরি প্রয়োজনে হাতে রেখে, বাকিটা রাজ্যের হাতে তুলে দিতে। যাতে এব্যাপারে রাজ্যগুলি তাদের পরিকল্পনা করতে পারে। বিদেশে তৈরি ভ্যাকসিন যেগুলির নির্দিষ্ট অনুমোদন রয়েছে, সেগুলিও দেশের বাজারে যাতে পাওয়া যায়, তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

উৎপাদনকারীদেরও সাহায্যের আবেদন

কেন্দ্রের কাছে দেওয়া উপদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন উৎপাদনকারীদের পাশেও দাঁড়ানা উচিত। অর্থ এবং অন্য সুবিধা নিয়ে। যাতে তারা তাদের উৎপাদন ক্ষমতা খুব তাড়াতাড়ি বাড়াতে পারে। শনিবারই দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি। এই বৈঠকে ছিলেন মনমোহন সিংও।

কেন্দ্রের পরিসংখ্যান

এদিন কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, গত ৯২ দিনে দেশের ১২.২ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমেরিকার সমসংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে ৯৭ দিনে আর দিন সেই লক্ষ্যে পৌঁছেছে ১০৮ দিনে। গত ২৪ ঘন্টায় ভারতে ২৬ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

দেশের করোনা পরিস্থিতি

করোনায় দেশের পরিস্থিতিও উদ্বেগজনক। সারা দেশে এখনও পর্যন্ত আক্রান্ত ১৪,৭৮৮, ১০৯ জন। আর শনিবারের নিরিখে আক্রান্তের সংখ্যা ২,৬১, ৫০০ জন। অন্যদিকে ১৫০১ জনের মৃত্যু হয়েছে।

আরও কঠোর কমিশন, এবার নিষেধাজ্ঞা সায়ন্তন-সুজাতার বিরুদ্ধে