হাড্ডাহাড্ডি ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেল চেলসি। হাই-ভোল্টেজ সেমিফাইনাল ১-০ গোলে জিতেছে নীল জার্সিধারীরা। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে চেলসির প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে আজ। আর কয়েক ঘণ্টার মধ্যে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।
ইংল্যান্ডের গর্বের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হয়েছিল চেলসি। ম্যাচে প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। শুরু থেকেই দুই দল একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে। যদিও প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে একাধিক গোলের সুযোগ তৈরি হয় এই অর্ধে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক সুযোগ তৈরি করতে থাকে চেলসি ও ম্যান সিটি। বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও খালি হাতে ফিরে আসতে হয় গ্যাব্রিয়াল জেসুসদের। অন্যদিকে গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় চেলসিও। ৫৫ মিনিটে তারা সুযোগের সদ্ব্যবহার করে। চেলসির হয়ে গোল করেন হাকিম জিনেচ।
এক গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে ম্যাঞ্চেস্টার সিটি। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে গোল শোধ দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় প্রিমিয়ার লিগে এগিয়ে থাকা দল। তবে চেলসির আঁটোসাঁটো রক্ষণভাগের সামনে ম্যান সিটির সব প্রচেষ্টা ভেস্তে যায়। ১-০ গোলে ম্যাচ জিতে এফএ কাপের ফাইনালে পৌঁছে যায় চেলসি।
আজ রাতে এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে লেস্টার সিটির মুখোমুখি হতে চলেছে সাউদাম্পটন। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে।