অবশেষে মর্গ্যানকে টসে হারালেন বিরাট, আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আরসিবি-র

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আগে বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন বিরাট কোহলি। মন্থর উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা কঠিন হবে বলেও মনে করেন আরসিবি অধিনায়ক।

টি২০-তে এর আগে ইয়ন মর্গ্যানের বিরুদ্ধে টানা সাত বার টসে হেরেছেন বিরাট কোহলি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই শাপের মোচন ঘটল আরসিবি অধিনায়কের কেরিয়ারে। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে বিরাটের টসে হার-জিতের ব্যবধান ৭-১। তাতে যে তিনি যে বেশ সন্তুষ্ট, তা জানাতে কোনও দ্বিধা করেননি আরসিবি অধিনায়ক। বলেছেন যে আজকের ম্যাচ জিততেও তিনি মরিয়া।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে আরসিবি। সবকটিতেই জয় হাসিল করেছে বিরাট কোহলি শিবির। তবু কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দলে একটি পরিবর্তন করা হয়েছে। ড্যানিয়াল ক্রিস্টিয়ানের পরিবর্তে আজে ব্যাঙ্গালোরের প্রথম একাদশে রজত পতিদারকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত ম্যাচ হেরে গেলেও আজ কেকেআরের প্রথম একাদশ অপরিবর্তিত রাখা হয়েছে।

কেকেআরের প্রথম একাদশ : নীতীশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

আরসিবি-র প্রথম একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রজত পতিদার, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।