মেসির জোড়া গোল সহ জং-গ্রিজম্যান ক্যারিশমায় সপ্তম বারের জন্য কোপা দেল রে জয়ী বার্সা

লিওনেল মেসির জোড়া গোল সহ অ্যান্টিনিও গ্রিজম্যান ও ফ্রেঙ্কি ডে জং ক্যারিশমায় সপ্তমবারের জন্য কোপা দেল রে খেতাব জয় করল বার্সেলোনা। টুর্নামেন্টের ফাইনালে অ্যাথলেটিক ক্লাবকে ৪-০ গোলে হারিয়েছে এলএম টেনের দল। শুরু থেকে শেষ অবধি ম্যাচে দাপট অব্যাহত রাখে বার্সা। যা দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। মেসির কারুকার্যে আরও একবার মুগ্ধ হয়েছে বিশ্ব।

অ্যাথলিক ক্লাবের সঙ্গে বার্সেলোনার এ লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে ভেবেছিলেন ফুটবল প্রেমীরা। সেই উন্মাদনা নিয়েই টিভির পর্দায় চোখ রেখেছিল বিশ্ব। কিন্তু মাঠে দেখা গেল অন্য ছবি। অতিমারী পরিস্থিতিতে সেভিয়ার দর্শকশূন্য এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে বার্সেলোনা। লিওনেল মেসির নেতৃত্বে খেলায় পুরনো ছন্দ ফিরে পায় স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের প্রথমার্ধ থেকেই বার্সার একের পর এক গোলমুখী আক্রমণে নাজেহাল হয়ে যায় অ্যাথিলেটিক ক্লাবের ডিফেন্ডাররা। ওই অর্ধে বেশ কয়েকবার গোলের খুব কাছে পৌঁছেও যায় মেসি বাহিনী। প্রতিবারই কোনওমতে পরিস্থিতি সামাল দেন অ্যাথলিক ক্লাবের গোলরক্ষক এবং ডিফেন্ডাররা। মূলত প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে বার্সার ডি বক্সে সেভাবে আলোড়ন তুলতে পারেনি প্রতিপক্ষ দল। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে চেনা মেজাজে মাঠ দাঁপাতে শুরু করেন লিওনেল মেসি। তারই বলে অ্যাথলেটিক ক্লাবকে আরও চেপে ধরে বার্সেলোনা। ৬০ মিনিটে আন্টোনিও গ্রিজম্যানের গোলে এগিয়ে যায় মেসির দল। ৬৩ মিনিটে বার্সার হয়ে গোলের ব্যবধান বাড়ান ফ্রেঙ্কি ডে জং। ৬৮ ও ৭২ মিনিটে মেসির দুটি দুর্দান্ত গোলে সপ্তমবারের কোপা দেল রে খেতাব জয় নিশ্চিত হয় বার্সেলোনার।