বিরাট কোহলি
আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ৭২৫ রান করেছেন বিরাট কোহলি। ইয়ন মর্গ্যান শিবিরের বিরুদ্ধে একটি শতরানও রয়েছে আরসিবি অধিনায়কের। সেই নিরিখে আজকের ম্যাচে বিরাট কোহলি গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন বলে বিশ্বাস ক্রিকেট প্রেমীদের।
আন্দ্রে রাসেল
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি আইপিএলের গত ম্যাচে বল হাতে কাামাল করেছিলেন আন্দ্রে রাসেল। ২ ওভার বল করে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা। যদিও টুর্নামেন্টে ব্যাট হাতে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে আরসিবি-র বিরুদ্ধে রাসেলের রয়েছে ৩০৮ রান। তাই আজকের ম্যাচে তাঁর দিকে তাকিয়ে থাকবে কেকেআর।
যুজবেন্দ্র চাহাল
আইপিএলে এখনও পর্যন্ত কেকেআরের বিরুদ্ধে বেশ সফল হয়েছেন যুজবেন্দ্র চাহাল। একই প্রতিপক্ষের বিরুদ্ধে আরসিবি-র হয়ে ১৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার। আজও তাঁর থেকে সেরা পারফরম্যান্স আশা করেন ব্যাঙ্গালোর।
নীতীশ রানা
চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে দুটি ম্যাচ খেলেছেন নীতীশ রানা। দুটিতেই তিনি অর্ধশতরান হাঁকিয়েছেন। মোট ১৩৭ রান করে চলতি টুর্নামেন্টে কমলা টুপি জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছে বাঁ-হাতি ব্যাটসম্যান।
শাহবাজ আহমেদ
আরসিবি-র হয়ে আইপিএলের গত ম্যাচে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন শাহবাজ আহমেদ। কেকেআরের বিরুদ্ধে বাংলার ক্রিকেটারের ঘূর্ণি কাজে লাগতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।