মেসির বার্সেলোনা পাখির চোখ করেছিল কোপা দেল রে-কে
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে চূর্ণ হয়ে মেসির বার্সেলোনা পাখির চোখ করেছিল লা লিগা ও কোপা দেল রে-কে। লা লিগা এখনও সুনিশ্চিত নয়। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হলেও রিয়াল মাদ্রিদের কাছে হেরে ফের পিছিয়ে পড়তে হয়েছে। এই অবস্থায় মেসিরা কোপা দেল রে ট্রফি ঘরে তুলতে বদ্ধপরিকর ছিল।
দীর্ঘ দু-বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা
দীর্ঘ দু-বছরের খরা কাটাতে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো বিলবাওয়ের। বিলবাওয়কে ১২ মিনিটের থ্রিলারে ৪-০ গোলে উড়িয়ে খেতাব জিতে নেয় বার্সেলোনা। ৩১ বারের জন্য কোপা দেল রে ঘরে তুলল ক্যাটলানরা। জোয়ান ল্যাপোর্তে দ্বিতীয় দফায় বার্সা প্রেসিডেন্ট হওয়ার পর এটা তাঁর প্রথম ট্রফি। প্রথম ট্রফি বার্সা কোচ কোম্যানেরও।
সপ্তমবারের জন্য ক্লাবকে খেতাব এনে দিলেন মেসি
সবথেকে বড় কথা বার্সেলোনার প্রাণভোমরা মেসি দীর্ঘ দু-বছর ট্রফি হীন ছিলেন। তিনি সপ্তমবারের জন্য ক্লাবকে এই খেতাব এনে দিলেন। তিনি বার্সেলোনা ছাড়ুন বা না ছাড়ুন এখন তাঁর লক্ষ্য লা লিগা খেতাব। লা লিগায় এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে কাঁটে কা টক্করের সম্ভাবনা রয়েছে। তিন দলেরই পয়েন্ট কাছাকাছি।
১২ মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল বিলবাও
এদিন ৬০ মিনিট পর্যন্ত বোঝার উপায় ছিল না বার্সেলোনা এত সহজে ম্যাচ জিততে চলেছে। ৬০ থেকে ৭২- মাত্র ১২ মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল বিলবাও। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর গ্রিয়াজম্যান ৬০ মিনিটের মাথায় প্রথম গোল করেন। তারপর ৬৩ মিনিটে ব্যবধান বাড়ান দি জং। আর ৬৮ ও ৭২ মিনিটে জোড়া গোল করে বিলবাওয়ের কফিনে শেষ পেরেক পুতে দেন মেসি।
১৫ দিনের মধ্যে দু-দুটি কোপা দেল রে ফাইনাল
১৫ দিনের মধ্যে দু-দুটি কোপা দেল রে ফাইনাল হল। প্রথমটা ২০২০-র কোপা দেল রে। সেখানে বিলবাওকে ১-০ গোলে পরাজিত করে রিয়াল সোসিদাদ। আর ২০২১-এর কোপা দেল রে জিতল বার্সেলোনা। সেই বিলবাওকে হারিয়ে। বিলবাও পর পর দুবার বঞ্চিত হল কোপা দেল রে-র খেতাব থেকে।