এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা চানুর নতুন বিশ্ব রেকর্ড, টোকিও অলিম্পিকেও যোগ্যতা অর্জন

এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন মীরাবাঈ চানু। করোনা ভাইরাসের আবহে এক বছর পর নিজক্ষেত্রে নেমে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ভারোত্তোলক। নিজের পুরনো জাতীয় রেকর্ডও ভাঙলেন প্রাক্তন বিশ্বজয়ী। যার ওপর টোকিও অলিম্পিকে পদক জয়ের আশা রাখছে দেশের ক্রীড়া মহল।

অতিমারী পরিস্থিতিতে প্রায় এক বছর ভারোত্তোলক থেকে দূরে ছিলেন মীরাবাঈ চানু। উজবেকিস্তানের তাসখন্দে চলতে থাকা এশিয়ান চ্যাম্পিয়নশিপের হাত ধরে আন্তর্জাতিক সার্কিটে প্রত্যাবর্তন ঘটল ভারতীয় ভা্রোত্তোলকের। ফিরে আসের ম্যাচে নিজেকে আরও একবার প্রমাণ করেছেন মীরাবাঈ। ইভেন্টের ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় তারকা।

ওই বিভাগের ফাইনালে স্ন্যাচিংয়ে ৮৬ কেজির ভার তোলেন মীরাবাঈ। ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজি ভার তোলেন চানু। দুইয়ে মিলে ২০৫ কেজি ভার তোলেন ভারতীয় তারকা। যিনি এদিন নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভেঙে ফেললেন অক্লেশে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে হওয়া ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ক্লিন অ্যান্ড জার্কে ১১৫ কেজি ভার তুলেছিলেন মীরাবাঈ।

In her first international competition in more than a year, #TOPSAthlete @mirabai_chanu 🏋️‍♀️ wins 🥉 in Women’s 49 Kg weightlifting at the Asian Championships with a new #NationalRecord of 205 kg. Her clean and jerk lift of 119 kg is a new #WorldRecord.
We are proud of you Mira!👏 pic.twitter.com/MKmGPyvRPR

— SAIMedia (@Media_SAI) April 17, 2021

এর আগে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে বিশ্ব রেকর্ড ছিল ১১৮ কেজি। সেই নজিরও এদিন ছাপিয়ে গিয়েছেন মীরাবাঈ চানু। তারপরেও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় ভারোত্তোলককে। যেখানে প্রতিযোগিতার ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন চিনের হোউ জিহুই। ফাইনালে তিনি মোট ২১৭ (৯৬+১১৭) কেজি ওজনের ভার তোলেন। রূপো জিতেছেন চিনেরই জিয়াং হুইহুয়া। যিনি ফাইনালে ২০৭ (৮৯+১১৮) কেজি ওজনের ভার তোলেন।

উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো জেতার পাশাপাশি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতাও অর্জন করেছেন মীরাবাঈ চানু। ওই ইভেন্টে ভারতীয় ভারোত্তোলকের থেকে পদক আশা করছে দেশের ক্রীড়া মহল।