বাংলায় একুশের বিধানসভা ভোটে আর প্রচারে আসবেন না রাহুল গান্ধী। করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, এই পরিস্থিতিতে আমজনতার সুরক্ষার কথা মাথায় রেখে রাজনৈতিক সমাবেশের পক্ষপাতী নন তিনি। তাই বাংলায় বাকি তিন দফার প্রচারে তিনি আসবেন না। নিজেই টুইট করে জানান রাহুল গান্ধী।
বাংলায় চার দফা নির্বাচন হওয়ার পর রাহুল গান্ধী প্রথম প্রচারে এসেছিলেন। তারপর শেষ তিন দফাতেও তাঁর প্রচারে আসার কথা ছিল। বিশেষ করে মালদহ ও মুর্শিদাবাদের নির্বাচনে তিনি প্রচারে আসবেন বলে জানিয়েছিলেন। ত্যার ব়্যালি করার কথা ছিল দুই জেলায়। কিন্তু কোভিড পরিস্থিতি খতিয়ে দেখে তিনি নির্বাচনী প্রচার সূচি বাতিল করে দিয়েছেন।
শুধু নিজের প্রচারসূচি বাতিল করেই ক্ষান্ত থাকেননি রাহুল গান্ধী। তিনি অন্যান্য রাজনৈতিক দলকেও প্রচার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। রাহুল গান্ধী নিজে প্রচার বন্ধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি কেবল মাত্র গোয়ালপোখর আর মাটিগাড়া-নকশাল বাড়িতে প্রচার করে গিয়েছিলেন। বাকি প্রচারসূচি বাতিল ঘোষণা করলেন তিনি।
রবিবার টুইট করে রাহুল জানান, শুধু বাংলা নয়, দেশজুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে আমার সমস্ত রাজনৈতিক প্রচার স্থগিত করছি। এই পরিস্থিতিতে বড় বড় রাজনৈতিক সমাবেশের ফেল করোনার সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। তাই সমস্ত রাজনৈতিক দলেরই সতেচন হওয়া উচিত। প্রচার কর্মসূচি স্থগিত করা উচিত। রাহুল করোনা সচেতনতায় এই সিদ্ধান্ত নিলেও বাংলায় কংগ্রেসের ভোটব্যাঙ্ক খা্নিক ধাক্কা খাবে বলেই অভিমত রাজবনৈতিক বিশেষজ্ঞদের।