দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের কোচ মার্ক বাউচার আগেই বলেছিলেন। এবার খোদ এবি ডি ভিলিয়ার্স অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন। ভারতের মাটিতে টি ২০ বিশ্বকাপ খেলার ইচ্ছা নিয়েই যে তিনি এগোচ্ছেন আজ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তা স্পষ্ট করে দিলেন এবি।
ছবি- বিসিসিআই/আইপিএল
সম্প্রতি পাকিস্তানের কাছে দেশের মাটিতে টি ২০ সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। হারের দায় নিজের কাঁধেই নিয়েছেন দলের হেড কোচ মার্ক বাউচার। তিনিও চাইছেন টি ২০ বিশ্বকাপে অবসর ভেঙে নামুন এবি। আজ এবি ডি ভিলিয়ার্স বলেন, আইপিএল চলাকালীনই এ ব্যাপারে বাউচারের সঙ্গে কথা হবে। ২০১৯-এর বিশ্বকাপের পর থেকে ধরলে ৪১টি টি ২০ ম্যাচে ৪৬.৬০ গড় রেখে ১৬২.৫৫ স্ট্রাইক রেট রয়েছে ডি ভিলিয়ার্সের। করেছেন ১৫টি অর্ধশতরান। গত আইপিএলে তিনি ১৪টি ম্যাচে করেছিলেন পাঁচটি অর্ধশতরান-সহ ৪৫৪ রান। এবারের আইপিএলের তিনটি ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৬২.৫০, স্ট্রাইক রেট ১৮৯.৩৯।
ছবি- বিসিসিআই/আইপিএল
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম ম্যাচে ৪৮ রান করেছিলেন এবি। সানরাইজার্সের বিরুদ্ধে ১ রান করে আউট হন। তবে আজ ৩৪ বলে অপরাজিত ৭৬ রান করেছেন এবি। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও তিনটি ছক্কা। তিনটি ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনটি ক্যাচও ধরেছেন। এদিন সর্বাধিক ৭৮ রান করে গ্লেন ম্যাক্সওয়েল অরেঞ্জ ক্যাপ পেলেও ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন এবি-ই। দেশের হয়ে শেষবার টি ২০ খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২০১৮ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাঁর অবসর ভাঙা নিয়ে বারবার জল্পনা চললেও এখনও অবধি তা হয়নি। এবি নিজেকে বিশ্বকাপের আগে নিজেকে যাচাই করে নিতে চাইছেন আইপিএলে।
ছবি- বিসিসিআই/আইপিএল
এদিন ম্যাচের পর তিনি বলেন, ইতিমধ্যেই বাউচারের সঙ্গে এ ব্যাপারে আইপিএলের আগে কথা হয়েছে। আইপিএল চলাকালীন আবারও কথা হবে। গত বছরও বাউচার জানতে চেয়েছিলেন অবসর ভেঙে জাতীয় দলের হয়ে খেলার জন্য আমি আগ্রহী কিনা। আমি বলেছিলাম অবশ্যই। এই আইপিএলের পর দেখতে হবে আমার ফর্ম বা ফিটনেস কোন জায়গায় থাকে। দলেও আমার জায়গা হবে কিনা সেটাও তো দেখতে হবে। আমাদের ক্রিকেটাররা ভালো খেলছেন। দলে আমার জন্য জায়গা যদি না থাকে তা মেনে নিতেই হবে। তবে সবকিছু যদি ঠিক থাকে আর আমি দলে জায়গা পাই তার চেয়ে ভালো কিছু হতে পারে না। আইপিএলের শেষের দিকে বাউচারের সঙ্গে কথা বলেই ভবিষ্যতের পরিকল্পনা চূড়ান্ত করব।