শেষ লগ্নে কামারহাটিতে অশান্তি, রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, মদন মিত্রের বিরুদ্ধে উস্কানির অভিযোগ

ভোটের শেষ লগ্নে কামারহাটিতে উত্তেজনা। বেলঘড়িয়া উড়ালপুলে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ। আহত হয়েছেন বিজেপি প্রার্থী। তাঁর হাতে এবং বুকে চোট লেগেছে। মদন মিত্রের উস্কানিতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। বাইরে থেকে গুণ্ডাদের নিয়ে এসে হামলা করিয়েছেন মদন মিত্র এমনই অভিযোগ করেছেন তিনি।

পঞ্চম দফার ভোট

পঞ্চ দফার ভোট গ্রহণ চলছে রাজ্যে। ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ। আগের চার দফার তুলনায় মোটের উপর শান্তিপূর্ণই ভোট গ্রহণ হয়েছে রাজ্যে। খুব একটা বড় অশান্তির খবর পাওয়া যায়নি বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে রাজ্যে। শান্তিপুর, গয়েশপুর ছাড়া কেমন টানা অশান্তি কোথাও পাওয়া যায়নি। শান্তিপুরে গুলিবিদ্ধ হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মী।

রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা

ভেটের শেষ বেলায় কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। বেলঘরিয়া উড়ালপুলের কাছে রাজু বন্দ্যেপাধ্যায়ের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। আহত হয়েছেন বিজেপি প্রার্থী। তৃণমূল কংগ্রেস বাইরে গুণ্ডাদের নিয়ে এসে তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।

মদন মিত্রের উস্কানি

রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন মদন মিত্র সকাল থেকে উস্কানি দিয়ে বেরাচ্ছে। বাইরে থেকে গুণ্ডাদের নিয়ে এসে তাঁর উপর হামলা চালানো হয়েছে। তাঁর গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ইট ছোড়ে বলে অভিযোগ। মদন মিত্র বাইরে থেকে লোক এনে কামারহাটিতে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়।

মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা

সকালে কামারহাটিতে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র। অভিযোগ তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে মদন মিত্রের সঙ্গে বচসা হয়েছে জওয়ানদের। তাই নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল কামারহাটির একটি বুথে পরে মদন মিত্র সেখান থেকে চলে যান।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।