বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের গাড়িতে হামলা, গো ব্যাক স্লোগান, লাঠিচার্জ করল পুলিশ

পঞ্চম দফার ভোটে বরানগরে তুমুল উত্তেজনা। বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্রকে ঘেরাও করে বিক্ষোভ। হামলা চালানো হল তাঁর গাড়িতে। পরিস্থিতি সামাল িদতে লাঠিচার্জ করল পুলিশ। পুলিশের কাছে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী। তাঁকে দেশে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। প্রসঙ্গত উল্লেখ্য বরানগরে শেষ দফার প্রচারে পার্নোর ব়্যালিতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

বরানগরে উত্তেজনা

শেষ দফার প্রচারের দিন থেকেই উত্তপ্ত ছিল বরানগর। একাধিক জায়গায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই কেন্দ্রে এবার বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস রায়। বরানগরে একাধিক বুথে তৃণমূল কংগ্রের ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। সকালে বুথ পরিদর্শনে গেলে তাঁকে বুথে ঢুকতে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলেও অভিযোগ করেছেন পার্নো মিত্র।

পার্নো মিত্রের উপর হামলা

আলমবাজার এলাকায় গেলে বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান হয় বলে অভিযোগ। তাঁর উপর সরাসরি হামলা চালানো না হলেও তাঁর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। পার্নোকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থী গাড়ি থেকে নামতেই তাঁর উপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। পার্নোর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয় বলে অভিযোগ।

পার্নোর বিরুদ্ধে অভিযোগ

পার্নোর বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে এসে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তারই প্রতিবাদ তাঁরা জানিয়েছেন। এমনই দাবি বাসিন্দাদের। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

পঞ্চম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি

পঞ্চম দফার ভোট মোটের উপর শান্তি পূর্ণ রয়েছে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। নজির বিহীন নিরাপত্তায় পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে। তৎপর কমিশনও। কোনও অশান্তির খবর পাওয়া গেলেই খবর নিচ্ছে কমিশন। ইতিমধ্যেই দেগঙ্গার গুলি চালানোর ঘটনা এবং বিধাননগরে অশান্তি নিয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।