আইপিএলে শনিবাসরীয় সন্ধ্যায় আইপিএলের নবম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৬ বার, দুই দলই আটটি করে ম্যাচ জিতেছে। দেশের মাটিতে হয়েছে ১৩টি ম্যাচ, ৩টি ম্যাচ হয়েছে বিদেশের মাটিতে। দেশের মাটিতে ৭টি ম্যাচ জিতেছে মুম্বই, হায়দরাবাদ জিতেছে ৬টিতে। তবে বিদেশের মাটিতে ২-১ ব্যবধানে এগিয়ে সানরাইজার্স। সানরাইজার্স হায়দরাবাদ ২০১৪, ২০১৬ ও ২০২০-র আইপিএলেও প্রথম দুটি ম্যাচ হেরেছিল। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গত বছর প্লে অফ খেলে হায়দরাবাদ। যেহেতু ডেভিড ওয়ার্নারের দল কাল প্রথম জয় পেতে মুখিয়ে থাকবে এবং হারের হ্যাটট্রিক এড়াতে মরিয়া, ফলে তুল্যমূল্য লড়াই হবে বলেই মনে করা হচ্ছে।
মুম্বই ইন্ডিয়ান্স দলে রদবদলের সম্ভাবনা কম। পরিবর্তন হতে পারে একটা ক্ষেত্রে। চেন্নাইয়ের চিপকে মন্থর উইকেটে কার্যকরী হতে পারবেন বুঝে একজন অতিরিক্ত বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামতে পারেন রোহিত শর্মা। আগের ম্যাচে তৃতীয় স্পিনার হিসেবে হাত ঘোরাতে হয়েছিল খোদ মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। প্রথম একাদশে রদবদলের প্রয়োজন খুব একটা না থাকলেও মার্কো জেনসেনের জায়গায় খেলানো হতে পারে স্পিনার জয়ন্ত যাদবকে। ২০১৯ সালে চেন্নাইয়েই প্রথম কোয়ালিফায়ারে বিদেশির পরিবর্তে জয়ন্তকে খেলানো হয়েছিল। আইপিএলে তিনি ছয় বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট পেয়েছেন বলে তাঁকে দিয়ে ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে বোলিং ওপেনও করানো হতে পারে।
এই ম্যাচে বেশ কিছু নজির গড়ার সামনেও রয়েছেন দুই দলের ক্রিকেটাররা। মুম্বই অধিনায়ক রোহিত শর্মার টি ২০ অধিনায়ক হিসেবে চার হাজার রান পূর্ণ করতে দরকার ২৮ রান। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর একটি অর্ধশতরান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি আইপিএল হাফ সেঞ্চুরির মালিক হবে। সানরাইজার্সের হয়ে সেটি আবার হবে ৪০তম অর্ধশতরান, কোনও দলের হয়ে এতো হাফ সেঞ্চুরি আর কারও নেই।
Keep the 🔊 on 💯 for this one Paltan! 🔥#OneFamily #MumbaiIndians #MI #KhelTakaTak #IPL2021 #MIvSRH pic.twitter.com/p8jwth4OBX
— Mumbai Indians (@mipaltan) April 16, 2021
দুটি ছক্কা হাঁকালেই কায়রন পোলার্ড আইপিএলের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ২০০টি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করবেন। কেরিয়ারের শততম টি ২০ ম্যাচে ঈশান কিষাণ ৩৯ রান করলেই এই ফরম্যাটে তাঁর আড়াই হাজার রান পূর্ণ হবে। মুম্বই ইন্ডিয়ান্সের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫০তম শিকারটি পেতে ক্রুণাল পাণ্ডিয়ার দরকার দুটি উইকেট। আর একটি ক্যাচ ধরলে আইপিএলে ৫০তম ক্যাচ তালুবন্দি করবেন হার্দিক পাণ্ডিয়া। দলের শক্তিশালী বোলিং অ্যাটাকই আত্মবিশ্বাসী রাখছে মুম্বই ইন্ডিয়ান্সকে।
"The key to winning championships is a strong bowling attack." 💪🏻
— Mumbai Indians (@mipaltan) April 16, 2021
Our bowling coach, @ShaneBond27 speaks at the pre-match press conference ahead of #MIvSRH 😎#OneFamily #MumbaiIndians #MI #IPL2021 #KhelTakaTak pic.twitter.com/cMwgkUtq7F