দুপুর ৩.৪০ : বিক্ষোভের মুখে দার্জিলিঙের সাংসদ। বিজেপি সাংসদ রাজু বিস্তকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। সাংসদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মার্গারেট স্কুল বুথের বাইরে বিক্ষোভ

দুপুর ৩.১৫ : বরানগরে বুথে ঢুকতে বাধা তৃণমূল প্রার্থী তাপস রায়কে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসার অভিযোগ

দুপুর ৩.০০ : শান্তিপুরে তৃণমূল সমর্থকদের দিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন যুবক

দুপুর ২.৪০ : মিনাখাঁয় সিপিএমের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি তৃণমূল কর্মীদের আটকাতেই বোমাবাজি। বোমার আঘাতে দুই কর্মী জখম হয়েছেন বলে দাবি তৃণমূলের। ঘটনাস্থলে উদ্ধার তাজা বোমা

দুপুর ২.৩৭ : উত্তর ২৪ পরগনার মিনাখাঁতে সিপিআইএমের বিরুদ্ধে বারবার বোমা মারার অভিযোগ। তৃণমূলের দাবি হামলায় জড়িত আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম ও আইএসএফ

দুপুর ২.৩৫ : দার্জিলিঙে ভোট দিয়ে এলেন গোজমুমো গুরুং শিবিরের প্রধান বিমল গুরুং। সঙ্গে ছিলেন স্ত্রী আশা গুরুং।

দুপুর ২.২৫ : দুপুর ২টো পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৫৪.৬৭ শতাংশ। দুপুর দুটো পর্যন্ত ভোট দানের হার কালিম্পঙে ৪৩.২৮ শতাংশ, দার্জিলিঙে ৫১.১৫ শতাংশ, জলপাইগুড়িতে ৫৯.৫৭ শতাংশ, উত্তর ২৪ পরগণাতে ৫০.৩৭ শতাংশ, নদিয়াতে ৫৭.৬৮ শতাংশ এবং পূর্ব বর্ধমানে ৫৮.২০ শতাংশ

দুপুর ২.১৭ : দেগঙ্গায় গুলি চলেনি, জানিয়ে দিল নির্বাচন কমিশন। গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের দাবি বিভ্রান্তি ছড়াচ্ছে স্থানীয়রাই। গুলি চালায় বাহিনী, এমন অভিযোগ করেছিল আইএসএফ

দুপুর ২.১০ : বারাসাতে বুথে উত্তেজনা। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা

দুপুর ২.০৫ : দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর শূণ্যে গুলি। মাথাভাঙ্গার পর দেগঙ্গা, জমায়েত হঠাতে গুলি। অভিযোগ গ্রামবাসীদের। শূণ্যে গুলি ছোঁড়ার ঘটনায় রিপোর্ট চাইল কমিশন।

দুপুর ১.২০: দুপুর ১২.৩০ পর্যন্ত পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ভোট দানের হার ৩৬.০২ শতাংশ। জলপাইগুড়িতে বেলা ১২.৩০ পর্যন্ত ৩৯.২৭ শতাংশ ভোট পড়েছে৷ কালিম্পংয়ে ৩৪.৬৯ শতাংশ, দার্জিলিংয়ে ৩৩.৫১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩৩.৩৪ শতাংশ, নদিয়ায় ৩৭.৪০ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ১.১২: ফের বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ। বরানগরে পার্ণো মিত্রকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভীড় হঠাতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের লাঠিচার্জ

বেলা ১২.৫০ : ফের কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। অক্ষয় সিঁথি হাইস্কুলে মদন মিত্রকে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।

বেলা ১২.৪৭ : নয়াপট্টির ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এর আগে, বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের বিরুদ্ধে দুষ্কৃতী নিয়ে ঘোরার অভিযোগ করে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে বিধাননগরের নয়াপট্টিতে তুমুল উত্তেজনা ছড়ায়।

বেলা ১২.৪০: পানিহাটির ১১২ নম্বর বুথে উত্তেজনা। খড়দা থানায় অভিযোগ বিজেপির। বুথের ভিতরে বিজেপির এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ। প্রতীকি অনশনে বিজেপির প্রার্থী সন্ময় বন্দ্যাপাধ্যায়।  অভিযোগ অস্বীকার তৃণমূলের

বেলা ১২.০৮ : নদিয়ার চাকদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীর কোমরে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। পিআইবি এমন একটি ভিডিও প্রকাশ করেছে।

চাকদহ কেন্দ্রের তালতলায় কৌশিক ভৌমিকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। বিজেপি সমর্থিত এই নির্দল প্রার্থীর দাবি, তাঁকে হামলা করার ছক করা হয়েছিল।

বেলা ১২.০০: ফের সব্যসাচী দত্তকে ঘিরে উত্তেজনা। বিধাননগরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুষ্কৃতী নিয়ে ঘোরার অভিযোগ তৃণমূলের। বিধাননগরের নয়াপট্টিতে তুমুল উত্তেজনা

বেলা ১১.৫৭ : পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রামে ড্রোন দিয়ে নজরদারি কমিশনের।

বেলা ১১.৪৫: মন্তেশ্বরের কিছু বুথে  এজেন্টদের বুথছাড়া করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত সিপিআইএম ও বিজেপি। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী টিএমসি প্রার্থী। তিনি হেলমেট পরে বের হন।

বেলা ১১.৩৫ : কামারহাটির ১৫০ নম্বর বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ। পরে এজেন্টকে বুথে বসান প্রার্থী

বেলা ১১.৩০ : চাকদার রামলাল বুথে উত্তেজনা, বিজেপি কর্মীদের তাড়ায় অস্ত্র ফেলে চম্পট দুষ্কৃতীদের। বিজেপির ওপর হামলার চালানোর ছক ছিল বলে দাবি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ

বেলা ১১.১০ : বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা, সন্দেশখালির কোরাখিটার ২২৮ নং বুথের ঘটনা। এজেন্টকে বুথে নাঢুকতে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সকাল ১০.৫২: বরাহনগরের একটি বুথে অ্য়ারেস্ট ওয়ারেন্ট থাকা ব্য়ক্তিকে এজেন্ট হিসেবে বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ বিজেপি প্রার্থী পার্নো মিত্রের নালিশ কমিশনে৷ ‘১৮টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী, এটা উনি পারেন না৷’ কমিশন ও পুলিশের কাছে পাল্টা নালিশ তৃণমূল প্রার্থী তাপস রায়ের৷

সকাল ১০.৪৪: নদিয়ার শান্তিপুরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের৷

সকাল ১০.৩৫: সল্টলেকের শান্তিনগরে বেআইনি জমায়েত সরিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ৷ জমায়েত তুলতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ৷ এলাকায় চলছে টহলদারি।

সকাল ১০.৩০: সল্টলেকের শান্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি৷ ‘তৃণমূলই গন্ডগোল করছে, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে৷ বুথ দখলের চেষ্টা তৃণমূলের৷ দাঁড়িয়ে থেকে গন্ডগোল পাকাচ্ছেন তৃণমূলের নেতারা৷’, অভিযোগ বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের৷

সকাল ১০.১৪: সল্টলেকের শান্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বুথের কাছে জমায়েত করে রেখে ভোটারদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের সঙ্গে বচসা, সংঘর্ষ৷ এলাকায় ব্য়াপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ দু’পক্ষের ইটবৃষ্টিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা৷ সংঘর্ষে জখম উভয়পক্ষেরই বেশ কয়েকজন৷ মহিলাদেরও রাস্তায় ফেলে মারধরের অভিযোগ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের টহল৷

সকাল ১০.০৮: বরাহনগরের বিকেসি কলেজের বুথে ঢুকতে বাধা বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে৷

সকাল ৯.৫৫: সকাল ৯টা পর্যন্ত রাজ্য়ের ৬ জেলার ৪৫ আসনে ১৬.১৫ শতাংশ ভোটদান৷ জলপাইগুড়িতে সকাল ৯টা পর্যন্ত ১৮.৬৫ শতাংশ ভোট পড়েছে৷ কালিম্পংয়ে ১৪ শতাংশ, দার্জিলিংয়ে ১৪.৭৩ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৫.১৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ১৬.০৬ শতাংশ ভোট পড়েছে৷ নদিয়ায় সকাল ৯টা পর্যন্ত ১৬.৪৫ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৯.৫০: মিনাখাঁর ৮০ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট ভানু ভুইঁয়াকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার শাসকদলের৷

সকাল ৯.৪০: কামারহাটির ১০৭ নম্বর বুথের মধ্যে অসুস্থ হয়ে বিজেপি এজেন্টের মৃত্যু। হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।

সকাল ৯.২০: কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রকে বুথে ঢুকতে বাধা। আড়িয়াদহের বুথে ঢুকতে বাধা তৃণমূল প্রার্থীকে। কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ। যদিও পরে বুথে ঢোকেন মদন মিত্র। কমিশনকে নালিশ জানাবেন বলে জানিয়েছেন মদন মিত্র।

সকাল ৯.১৪: কামারহাটিতে বুথের মধ্যেই বিজেপি পোলিং এজেন্টের মৃত্যু। বুথের মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যু পোলিং এজেন্টের। হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।

সকাল ৯.০৭: কালিন্দিতে বুথে ঢুকতে বাধা তৃণমূল প্রার্থী সুজিত বসুকে৷ কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেয়৷

সকাল ৯.০৭: বর্ধমান দক্ষিণের দুবরাজদঘিতে বেধড়ক মারধরে মাথা ফাটল বিজেপি কর্মীর৷ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপির তোলা অভিযোগ অস্বীকার শাসকদলের।

সকাল ৯.০৩: কল্যাণীর সগুনায় বোমাবাজি। বিজেপি বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি। বাড়ির কার্নিশে পড়ে রয়েছে তাজা বোমা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসকদলের।

সকাল ৯: ময়নাগুড়ির বালাসন এলাকায় রাতভর অশান্তি। সকালে বুথমুখো হননি তৃণমূল এজেন্ট। বিজেপির বিরুদ্ধে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ শাসকদলের।

সকাল ৮.৫৭: নদিয়ার শান্তিপুরের ৭১ নং বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির তোলা অভিযোগ ওড়াল তৃণমূল।

সকাল ৮.৫০: হেলমেট পরে বুথ পরিদর্শনে মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী৷ ‘তৃণমূল এজেন্টদের মারধর করা হয়েছে৷ বিজেপি মারধর করেছে৷ পুলিশ, কমিশনে অভিযোগ জানিয়েছি৷’ বললেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী৷

সকাল ৮.৪৮: রায়নার ফকিরপরে ৭২ নং বুথের বাইরে উত্তেজনা৷ বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্য়ে হাতাহাতি৷ পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী৷

সকাল ৮.৩৯: মিনাখাঁর শালিপুরে ৩২ নম্বর বুথে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখা নেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের।

ভোটারদের মুখে মাস্ক থাকলেও দূরত্ব বিধি শিকেয়। পূর্ব বর্ধমানের একটি বুথে ‘ঝুঁকি’র ভোট৷

সকাল ৮.৩৬: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ২৪০,২৪১ নং বুথে তৃণমূলের এজেন্টদের বুথ থেকে মেরে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ আতঙ্কে বুথ ছেড়ে পার্টি অফিসে তৃণমূল এজেন্টরা। ফোনে তাঁদের বুথে আসতে আবেদন পুলিশের। মারধরের অভিযোগ অস্বীকার বিজেপির।

সকাল ৮.৩২: বিধাননগরের ২১২,২১৩ নং বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের। ‘ভোটারদের প্রভাবিত করছেন বিধাননগরের আইসি’, কমিশনে অভিযোগ বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের।

পূর্ব বর্ধমানের রায়নার একটি বুথের সামনে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি।

সকাল ৮.২৭: কল্যাণীর গয়েশপুরে বুথের বাইরে জমায়েত সরাল পুলিশ। গয়েশপুরে আদর্শ স্কুলের বুথে কুইক রেসপন্স টিম। বিজেপি এজেন্টকে সঙ্গে নিয়ে বুথে প্রার্থী। অবরোধকারীদের সঙ্গে কথা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের। নিরাপত্তার আশ্বাসে চাঁদমারির অবরোধ উঠল।

হামলার আশঙ্কায় মাথায় হেলমেট পরে মন্তেশ্বরে বুথ পরিদর্শনে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী।

সকাল ৮.২৪: নদিয়ার শান্তিপুরের হরিপুরে বিজেপিকে এজেন্টকে হুমকি। ভোটারদেরও বাধা দেওয়ার অভিযোগ।

সকাল ৭.৫২: পঞ্চম দফার ভোটের দিন সকাল-সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র৷

সকাল ৭.৫০: রাজগঞ্জে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে ‘বাধা’, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ওড়াল শাসকদল।

ভোট দিলেন সংযুক্ত মোর্চার শিলিগুড়ির সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্য।

সকাল ৭.৪৬: ফুলবাড়িতে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

পাহাড়ে চলছে ভোটগ্রহণ পর্ব।

সকাল ৭.৩০: কল্যাণীর গয়েশপুরে বিজেপির বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ। মেরে মুখ, নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ। গয়েশপুরের আদর্শ স্কুলের বুথের ঘটনা। বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে চাঁদমারিতে পথ অবরোধ বিজেপির।

সকাল ৭.২৯:  কামারহাটির ১১২ নং বুথে ইভিএম খারাপ

সকাল ৭.২১: পানিহাটির ১৩৭ নং বুথে ইভিএম খারাপ৷

সকাল ৭.১৬: রাতভর মেমারিতে তৃণমূল-সিপিআইএম বিক্ষিপ্ত সংঘর্ষ।

করোনা এড়াতে দূরত্ব-বিধি মেনে দার্জিলিং শহরের একটি বুথে চলছে ভোটগ্রহণ।

সকাল ৭.০৩: কল্যাণীতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। লাঠি, বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাইকে চেপে এসে হামলা চালায় দুষ্কৃতীরা।

সকাল ৬.৪৯: বর্ধমান উত্তরে বিজেপি এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ। সরাইটিকরের ৭২ নং বুথের বাইরে মারধরে বিজেপি এজেন্টের মাথা ফেটে যায়। ‘আক্রান্ত’ বিজেপি এজেন্ট-সহ আরও ৪ বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসকদলের।

সকাল ৬.৪২: বসিরহাট দক্ষিণে ৪৯ নং বুথের বাইরে বহিরাগতদের ভিড়। ভোটারদের হুমকির অভিযোগ।

সকাল ৬.৩৭: মিনাখাঁয় বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে ‘বাধা’, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ।

জলপাইগুড়ির একটি বুথের ছবি।

সকাল ৬.৩১: সল্টলেকের সুকান্তনগরে বিজেপি কর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ, বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের।

সকাল ৬: আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ পর্ব। ৬ জেলায় মোতায়েন মোট ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের কাজে ৬ জেলায় দায়িত্বে মোট ১৫ হাজার ৭৯০ পুলিশকর্মী। উত্তর ২৪ পরগনার ১৬, পূর্ব বর্ধমানের ৮, নদিয়ার ৮, জলপাইগুড়ির ৭, দার্জিলিঙের ৫ ও কালিম্পঙের ১টি আসনে ভোটগ্রহণ। পঞ্চম দফায় আজ রাজ্যের ৬ জেলার ৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।