এগিয়ে পাঞ্জাব
আইপিএলে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৬টি ম্যাচে। কিংস ইলেভেন পাঞ্জাব, যে দলের এবারই নাম বদলে হয়েছে পাঞ্জাব কিংস, জিতেছে ১৫টি ম্যাচে। দিল্লি ক্যাপিটালস জিতেছে ১১ বার। গতবারের আইপিএলে প্রথম সাক্ষাতে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ফিরতি ম্যাচে ১৬৫ রানের টার্গেট ১৯ ওভারেই তুলে নিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল পাঞ্জাব। শিখর ধাওয়ানের শতরান সত্ত্বেও ৫ উইকেটে হারতে হয় দিল্লিকে। ওয়াংখেড়েতে অবশ্য এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে।
ছবি- বিসিসিআই/আইপিএল
তিনের সামনে হাতছানি
দুই দলের বেশ কয়েকজন ব্যাটসম্যান বিভিন্ন নজিরের সামনেও দাঁড়িয়ে রয়েছেন। ওপেনার হিসেবে আইপিএলে ৪৮৮৪ রান করেছেন শিখর ধাওয়ান। প্রথম ওপেনার হিসেবে আইপিএলে ৫ হাজার রান পূর্ণ করতে দিল্লি ক্যাপিটালসের শিখরের দরকার ১১৬ রান। দিল্লির অপর ওপেনার পৃথ্বী শ ৪০টি আইপিএল ইনিংসে রান করেছেন ৯০০। শতরান পেলে তিনিও এই ম্যাচে আইপিএলে ১ হাজার রানের গণ্ডি টপকে যেতে পারবেন। ১৪০টি ইনিংসে অজিঙ্ক রাহানে আইপিএলে ৩৯৪১ রান করেছেন। আর ৫৯ রান করলেই আইপিএলে তাঁর ৪ হাজার রান পূর্ণ হবে।
ছবি- বিসিসিআই/আইপিএল
মাইলফলকের সামনে রাহুল
টি ২০ ক্রিকেটে পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল ১৪১টি ইনিংসে ৪৯৩৮ রান করেছেন। এই ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করতে তাঁর দরকার ৬২ রান।
ছবি- বিসিসিআই/আইপিএল
অপেক্ষায় অশ্বিন
কালকের ম্যাচটি রবিচন্দ্রন অশ্বিনের ২৫০তম আইপিএল ম্যাচ। ২৪৯টি ম্যাচে আইপিএলে তাঁর উইকেটসংখ্যা ২৪৯। ২৫০তম আইপিএল শিকারের জন্য অশ্বিনের দরকার আর এক উইকেট। তাহলেই তৃতীয় ভারতীয় বোলার হিসেবে আইপিএলে আড়াইশো উইকেটের মালিক হবেন তিনি। ভারতীয়দের মধ্যে আইপিএলে পীযূষ চাওলার উইকেট সংখ্যা ২৬২। তাঁর পরেই রয়েছেন অমিত মিশ্র (২৫৬)। সবকিছু ঠিকঠাক চললে চলতি আইপিএলেই মিশ্রকে টপকে যেতেই পারেন অশ্বিন।
ছবি- বিসিসিআই/আইপিএল