আইপিএল ২০২১ : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেট বড় রান খাড়া করে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে চান রোহিত শর্মা। এই মাঠে পরে ব্যাট করে ম্যাচ কঠিন হবে বলে মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারতে হারতে জেতে মুম্বই ইন্ডিয়ান্স। সেখান থেকে আত্মবিশ্বাস সঞ্চয় করে আজকের ম্যাচে খেলতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে চলতি আইপিএলে নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গত ম্যাচে জেতার মতো পরিস্থিতি তৈরি করেও হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নার শিবিরকে। ফলে আজকের ম্যাচ হায়দরাবাদ শিবিরের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ম্যাচ জিততে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের ম্যাচে দলে চারটি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা, টি নটরাজন, শাহবাজ নাদিমের মতো ক্রিকেটাররা। দলে এসেছেন বিরাট সিং, খলিল আহমেদ, মুজিব উর রহমান। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দলে একটি পরিবর্তন করা হয়েছে। দলে এসেছেন অ্যাডাম মিলনে।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহার, অ্যাডাম মিলনে, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মণীশ পান্ডে, বিরাট সিং, বিজয় শংকর, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মুজিব উর রহমান, খলিল আহমেদ।