পঞ্চমদফা ভোটের সকালে বর্ধমান থেকে নদিয়ায় বিক্ষিপ্ত উত্তেজনা , মাথা ফাটল বিজেপি এজেন্টের

পঞ্চম দফা নির্বাচন পর্বের ভোট গ্রহণের সকাল থেকেই একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসতে শুরু করেছে। বর্ধমান থেকে কল্যাণী পর্যন্ত পর পর ঘটনার জেরে সকাল থেকেই উত্তপ্ত রাজ্য। প্রসঙ্গত, এদিন ৬ জেলায় ৪৫ এলাকার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। একনজরে দেখা যাক কোথায় কী কী ঘটনা ঘটে গিয়েছে সকাল থেকে।

বর্ধমানের চিত্র

করোনার প্রবল দংশনের হাত ধরে এদিন পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। মোটের উপর সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হলেও বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা এদিন দেখা যায় । তারমধ্যে বর্ধমানের সারাইটিকরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। প্রতিবাদে রাস্তা অবরোধে নামেন স্থানীয়রা। এদিকে, ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী সেখানে ছিল না বলে খবর। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্ধমান উত্তরের পরিস্থিতি

এদিকে বর্ধমান উত্তরের সারাইটিকরে বিজেপির এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপি এজেন্ট সহ ৪ জন আক্রান্ত। গেরুয়া শিবিরের তরফ ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

কল্যাণীতে উত্তেজনা

এদিকে নদিয়ার কল্যাণীতেও বিজেপি কর্মীদের রড লাঠি দিয়ে মারধরের অভিযোগ এসেছে। মুহূর্তে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ নামে। এদিকে, কল্যাণীর ঘটনার পাশাপাশি মিনাখাঁতে এদিন উত্তেজনা দেখা যায়। সকাল থেকে আটপুকুর গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ১১৪ নম্বর বুথে বিজেপি এজেন্ট কে বসতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে। চলে বোমাবাজি। অন্যদিকে বসিরহাট হিঙ্গলগঞ্জে ইভিএম খারাপকে কেন্দ্র করে চড়ে উত্তেজনা।

২২৫ নম্বর বুথ নিয়ে উত্তেজনা

এদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে সযে কল্যাণীর ২২৫ নম্বর বুথে তাদের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। ঘটনার জেরে এদিন বেশ কিছুক্ষণে রাস্তা অবরোধও করা হয়।

বাইকে আগুন

রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের এজেন্টের বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি গতকাল রাত দুটো নাগাদ ঘটেছে। ভয়ে বুথে যেতে চাইছেন না তৃণমূল বুথ এজেন্ট নন্দ দুলাল দাস। ঘটনাটি ঘটেছে নিউটাউন তারুলিয়া সেকেন্ড লেনে। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি কেষ্টপুর চঞ্চল কুমারী স্কুলে ২৬৪ নম্বর বুথের তৃণমূলের বুথ এজেন্ট ছিলেন। ভয়ে আতঙ্কে বাড়িতেই আছেন নন্দ দুলাল দাস।

https://www1.oneindia.com/scripts/photos/ajax-common.php?func=get-embed-photos&entity_id=60987&category_id=44