আইপিএলে ব্যাঙ্গালোরের মুখোমুখি কলকাতা, দুই দলের মারকাটারি মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান কী বলছে?

রবিবার আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বিরাট কোহলি শিবির। অন্যদিকে একটি করে ম্যাচ জিতে এবং হেরে লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে ইয়ম মর্গ্যানের দল। এহেন পরিস্থিতিতে দুই দলের মুখোমুথি লড়াইয়ের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। দুই দলের গেম চেঞ্জারদের চিনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৪ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ১২ বার জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ এ লড়াইয়ে ইয়ন মর্গ্যান শিবিরের পাল্লা ভারী।

শেষ দুই সাক্ষাতের ফল

২০২০ সালের আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় ম্যাচ ৮২ রানে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ এক্ষেত্রে পাল্লা ভারী বিরাট কোহলি শিবিরের।

কেকেআরের গেম চেঞ্জার কারা

ব্যাটিং - নাতীশ রানা, শুভমান গিল, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল কেকেআরের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার সিদ্ধ হতে পারেন।

বোলিং - প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী কেকেআরের বোলিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন হরভজন সিংয়ের মতো অভিজ্ঞ স্পিনারও।

অল রাউন্ডার - আন্দ্রে রাসেলের পাশাপাশি বাংলাদেশের শাকিব আল হাসান কেকেআর অল রাউন্ডার বিভাগকে শক্তপোক্ত করেছে।

আরসিবি-র গেম চেঞ্জার কারা

ব্যাটিং - বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, এবি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল আরসিবি-র ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার।

বোলিং - গত দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, কাইল জেমিয়েসন, যুজবেন্দ্র চাহাল আরসিবি-র বোলিং বিভাগের প্রধান স্তম্ভ।

অল রাউন্ডার - শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর আরসিবি-র সেরা দুই অল রাউন্ডার।