৯ মাঠে টি ২০ বিশ্বকাপ, পাকিস্তানের ভিসা নিয়ে বড় পদক্ষেপ, অলিম্পিক্সেও ফিরতে পারে ক্রিকেট

ভারতে টি ২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে আরেকটি বড় বাধা কাটতে চলেছে। সূত্রের খবর, অন্তত তেমনই আশ্বাস দিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। পাকিস্তান ক্রিকেট দলকে ভিসা প্রদানের বিষয়টি চূড়ান্ত হলেও সমর্থকদের আসার অনুমতি দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ক্রিকেট দল, সমর্থকদের ভিসা না দিলে ভারত থেকে টি ২০ বিশ্বকাপ সরানোর দাবি তুলেছিল পাকিস্তান। যদিও পরে তারা সুর নরম করে জানায়, বিসিসিআই থেকে আশ্বাস মিলেছে ভিসার ব্যবস্থা করার। আইসিসি সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে বোর্ড সচিব জয় শাহ বলেছেন, পাকিস্তান ক্রিকেট দলকে টি ২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য ভিসা দেবে সরকার। তবে পাক সমর্থকদের এ দেশে আসার বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। আগামী দিনে তা স্পষ্ট হয়ে যাবে। এমনকী আইসিসিকে এমন আশ্বাসও দেওয়া হয়েছে যে, পাক সমর্থকরা যাতে এ দেশে বিশ্বকাপের সময় আসতে পারেন তা নিশ্চিত করার সবরকম চেষ্টা চলছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জেরে ভারত ও পাকিস্তান বহু বছর ধরে কোনও সিরিজ খেলেনি।

সপ্তম টি ২০ বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। টি ২০ বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লখনউ ও ধরমশালাতেও হবে বিশ্বকাপের ম্যাচ। গতকালই দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে টি ২০ সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। একদিনের আন্তর্জাতিকে বিরাট কোহলিকে ১২৫৮ দিন পর আইসিসি ক্রমতালিকার শীর্ষস্থান থেকে সরিয়ে সিংহাসন দখল করেছেন পাক অধিনায়ক বাবর আজম।

এদিকে, লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। ১৯০০ সালের পর এই প্রথম অলিম্পিক্সে থাকতে পারে ক্রিকেট। আইসিসি-র তরফেও দেখা হচ্ছে অলিম্পিক্সে ক্রিকেট কীভাবে এবং কোন ফরম্যাটে অন্তর্ভুক্ত করা যায়। টি ২০ ফরম্যাট হওয়ার সম্ভাবনাই বেশি। তবে বিসিসিআই ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে ভারত পুরুষ ও মহিলাদের দুটি দলই পাঠাবে।