সকাল থেকেই সল্টলেকে উত্তেজনা। একাধিক বুথে সব্যসাচী দত্ত সকাল থেকেই ঘুরছেন। এই কেন্দ্রে এবার তাঁর প্রতিপক্ষ সুজিত বসু। সল্টলেকের নয়া পট্টিতে বিজেপি প্রার্থী পৌঁছলে তাঁকে দেখে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। ভোটারদের ভয় দেখাচ্ছেন বিজেপি প্রার্থী এই অভিযোগে সব্যসাচী দত্তকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
সকাল থেকেই বিধাননগরের একাধিক বুথে অশান্তির খবর পাওয়া যাচ্ছিল। সল্টলেকের শান্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তলা হয়ে উঠেছিল এলাকা। বিজেপি তৃণমূল কংগ্রেস সমর্থকরা একে অপরকে উদ্দেশ্য করে ইট বৃষ্টি করতে থাকে। খবর পেয়ে সেখান যান বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু সেখানে যান। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস উস্কানি দিচ্ছে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসুও।
এদিকে আবার সেই ঘটনার কিছুক্ষণ পরেই সল্টলেকের নয়াপট্টিকে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। বিজেপি প্রার্থী ভোটারদের ভয় দেখাচ্ছেন অভিযোগ করেছে শাসক দল। দীর্ঘক্ষণ সব্যসাচী দত্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল কংগ্রেসে থাকাকালীন এই বিধাননগর পুরসভার চেয়ারম্যান িছলেন সব্যসাচী দত্ত।
সল্টলেকের সুকান্ত নগরে ইটবৃষ্টি। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ব়্যাফ নামােনা হয়েছে এলাকায়। বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত বাইরে থেকে লোক নিয়ে এসে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু। সল্টলেকের ভোট কীভাবে চলছে তা নিয়ে সব্যসাচী দত্তকে ভিডি কল করেন শুভেন্দু অধিকারী।