কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জেতা ম্যাচে মাঠে ফেলে এলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম একাদশ হয়তো অপরিবর্তিত রাখবে কেকেআর।
নীতীশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।
আরসিবির সম্ভাব্য প্রথম একাদশ
চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদকে গত দুটি ম্যাচ হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের বিরুদ্ধে একই একাদশ নিয়ে মাঠ কাঁপানোর ভাবনায় রয়েছে বিরাট কোহলি শিবির।
বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, কাইল জেমিয়েসন, হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
ম্যাচের প্রেক্ষাপট
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় দিয়ে নিজেদের আইপিএল ২০২১-এর অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি করেও হেরে মাঠ ছাড়তে হয়েছিল ইয়ন মর্গ্যান শিবিরকে। ফলে আজকের ম্যাচ জিততে মরিয়া কেকেআর। অন্যদিকে চলতি আইপিএলে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আরসিবি এই লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে।
কোথায় এবং কখন ম্যাচ
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম বা চিপকে কেকেআর ও আরসিবি-র মধ্যে হাড্ডাহাড্ডি মোকাবিলা অনুষ্ঠিত হবে। ডবল হেডার থাকায় দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে এই ম্যাচ। স্টার নেটওয়ার্কে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি+হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা।