আইপিএলে হারের হ্যাটট্রিক এড়ানোর ম্যাচেও এই তারকাকে পাচ্ছে না সানরাইজার্স

এবারের আইপিএলে দুটি ম্যাচ খেললেও জয় অধরাই থেকেছে সানরাইজার্স হায়দরাবাদের। তার মধ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তো জেতা ম্যাচ মাঠে ফেলে এসেছে ডেভিড ওয়ার্নারের দল। কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ রানে হারার পর আরসিবি-র কাছে হার ৬ রানে। মিডল অর্ডার ভরসা দিতে ব্যর্থ। মণীশ পাণ্ডে রান পেলেও তাঁর স্ট্রাইক রেট দলকে ভোগাচ্ছে। এই অবস্থায় মুম্বই ম্যাচে দলে বেশ কিছু রদবদল করতে পারে সানরাইজার্স। তবে এই ম্যাচেও পাওয়া যাবে না কেন উইলিয়ামসনকে।

Kane Williamson gives us an update on his recovery.#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/BP77O28Akk

— SunRisers Hyderabad (@SunRisers) April 16, 2021

সম্ভাব্য একাদশ

প্রথম দুটি ম্যাচে ঋদ্ধিমান সাহা রান না পেলেও ভালো উইকেটকিপিং করেছেন। তবে চাপে থাকা ঋদ্ধি চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে আরও একটি সুযোগ পেতে চলেছেন। জেসন রয়ও সবে কোয়ারান্টিন কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে খেলানো যেমন ঝুঁকির তেমনই দলে বিদেশিদের ভারসাম্য নষ্ট হবে। আগের ম্যাচেই টি ২০-তে বিশ্বের সেরা অলরাউন্ডার মহম্মদ নবির জায়গায় দলে এসেই বিরাট কোহলি-সহ তিনটি উইকেট পেয়েছেন হোল্ডার। ডেভিড ওয়ার্নার, রশিদ খান ও জনি বেয়ারস্টোও দলে থাকছেনই। তবে বিজয় শঙ্কর বাদ পড়তে পারেন। মণীশ পাণ্ডে রান পেলেও স্ট্রাইক রেট ভালো না হওয়ায় তিনে নামানো হতে পারে বেয়ারস্টোকে। শঙ্করের জায়গায় আসতে পারেন প্রিয়ম গর্গ বা কেদার যাদব। গর্গই এগিয়ে, তিনিও তিনে নামতে পারেন। সবমিলিয়ে মুম্বইয়ের শক্তিশালী বোলিং লাইন আপের বিরুদ্ধে ব্যাটিং মজবুত করাই লক্ষ্য সানরাইজার্সের। অন্তত আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে। তাই প্রথম একাদশ হতে পারে এরকম- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, প্রিয়ম গর্গ, জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন।

ফিট নন

যদিও কেন উইলিয়ামসন এখনও ম্যাচ ফিট হননি। সামনের সপ্তাহে তিনি খেলার জায়গায় পৌঁছে যাবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তাঁর কনুইয়ে চোট রয়েছে। যে কারণে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজও খেলতে পারেননি আইপিএলের আগে। উইলিয়ামসন নিশ্চিতভাবেই ভরসা দিতে পারেন সানরাইজার্সের নড়বড়ে মিডল অর্ডারকে। আজ তিনি জানিয়েছেন, খুব দ্রুত সেরে উঠছি। যন্ত্রণা যত দ্রুত কাটাতে পারি সেদিকেই আমার ফোকাস রয়েছে। সব কিছু ভালোভাবেই চলছে। আশা করছি এক সপ্তাহের মধ্যেই ফিট হয়ে যাব। অনুশীলন আর রিহ্যাবের মধ্যে ভারসাম্য বজায় রেখেই চলেছি। যেভাবে উন্নতি ঘটছে তাতে শিগগিরই পুরো ফিট হয়ে যেতে পারব।

ছবি- বিসিসিআই/আইপিএল

মুক্ত রয়

গত বছরও সানরাইজার্সের শুরুটা তেমন ভালো না হলেও শেষে দলকে প্লে অফে তোলার পিছনে ব্যাটসম্যান উইলিয়ামসনের ভালোই অবদান ছিল। ১১টি ম্যাচে তিনি ৩১৭ রান করেছিলেন। প্রথম দুটি ম্যাচে হারার পর মিডল অর্ডারে উইলিয়ামসনের অভাব আরও বেশি অনুভূত হচ্ছে। যদিও কালকের ম্যাচের আগেই কোয়ারান্টিন পর্ব কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছেন ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়। তবে প্রথম একাদশে তিনি কাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে থাকবেন কিনা তা স্পষ্ট নয়।

ছবি- বিসিসিআই/আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদের প্রতিপক্ষ

১৭ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ এপ্রিল- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৫ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ২৮ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ২ মে- রাজস্থান রয়্যালস (বিকেল সাড়ে ৩টে), ৪ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৭ মে- চেন্নাই সুপার কিংস, ৯ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৩ মে- রাজস্থান রয়্যালস, ১৭ মে- দিল্লি ক্যাপিটালস, ১৯ মে- পঞ্জাব কিংস, ২১ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে)

Look who just finished his quarantine.

Say hello to @JasonRoy20 👋#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/9ywQimjbzk

— SunRisers Hyderabad (@SunRisers) April 16, 2021