চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের কাছে সাত উইকেটে হারলেও আজ ওয়াংখেড়েতে 'কিংস' দ্বৈরথ চেন্নাই সুপার কিংস জিতে নিল লোকেশ রাহুলের পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে। এই বড় জয়ের সুবাদে নেট রান রেটও ভালো করে নিল সিএসকে। পয়েন্ট তালিকায় ধোনিরা উঠে এলেন দ্বিতায় স্থানে, বিরাট কোহলির আরসিবি-র পরেই।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৫.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস। ওপেন করতে নেমে ৩৩ বলে ৩৬ করে অপরাজিত থাকেন ফাফ দু প্লেসি। উইনিং শটে চার মেরে পাঁচ রানে অপরাজিত থাকেন স্যাম কারান। এর আগে, ব্যাট করতে নেমে পঞ্চম ওভারের শেষ বলে ২৪ রানের মাথায় ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। ১৬ বলে তিনি করেন ৫ রান। তাঁকে ফেরান অর্শদীপ সিং।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
এর পরেই দুরন্ত পার্টনারশিপ গড়ে দলকে জয়ের লক্ষ্যের দিকে নিয়ে যান মঈন আলি ও ফাফ দু প্লেসি। ১২.৩ ওভারে ৯০ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে সিএসকে-র। ৩১ বলে ৪৬ রান করে মুরুগান অশ্বিনের বলে আউট হন আলি। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। ৯৯ রানের মাথায় সিএসকে হারায় সুরেশ রায়নার উইকেট। মহম্মদ শামির বলে ৮ রান করে আউট হন তিনি। পরের বলেই অম্বাতি রায়ুডুর উইকেট তুলে নেন শামি।
(ছবি- বিসিসিআই/আইপিএল)
চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচে এদিন টস জিতে ফিল্ডিং নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীপক চাহারের বিধ্বংসী স্পেলে শুরু থেকেই বেসামাল ছিল পাঞ্জাব কিংস। সঙ্গে রবীন্দ্র জাদেজা-সহ চেন্নাই সুপার কিংসের দুরন্ত ফিল্ডিং পাঞ্জাবের কাজ কঠিন করে দেয়। ২৬ রানে প্রথম পাঁচ উইকেট পড়ে যায় ৬.২ ওভারেই। সেখান থেকে শেষ অবধি ৮ উইকেটে ১০৬-এর বেশি তুলতে পারেনি পাঞ্জাব কিংস। এটিই এখনও অবধি চলতি আইপিএলে সর্বনিম্ন স্কোর। ছয়ে ব্যাট করতে নেমে সর্বাধিক ৪৭ রান করেন শাহরুখ খান। ৩৬ বলে তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছয়। বাকিরা কেউ বলার মতো রান পাননি। চার ওভারে ১টি মেডেন-সহ ১৩ রানে চার উইকেট নেন দীপক চাহার। স্যাম কারান, মঈন আলি ও ডোয়েইন ব্র্যাভো একটি করে উইকেট পান। রবীন্দ্র জাদেজার ফিল্ডিং ও বোলিং ছিল অনবদ্য দুরন্ত থ্রোয় তিনি রান আউট করেন লোকেশ রাহুলকে। বল হাতে চার ওভারে দেন মাত্র ১৯ রান। চাহারের বলে গেইলের ক্যাচটিও ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় তালুবন্দি করেন।