কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ ২০ জেলায় করোনার বাড়বৃদ্ধি, ৩ জেলা খানিক নিয়ন্ত্রণে

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাংলায় করোনার হটস্পট, এবার বাড়ছে অন্য জেলাতেও। মোট ২০ জেলরা করোনার গ্রাফ ঊর্ধমুখী। মাত্র তিন জেলায় করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে বলা যায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১৫০০ পেরিয়ে দু-হাজার ছুঁই ছুঁই হয়ে গিয়েছে।

Covid 19 আপডেটঃ নতুন করে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬১৫ জন

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে সাত হাজার ছুঁই ছুঁই। বাংলায় ৬৯১০ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৪৪। উত্তর ২৪ পরগনায় ১৫৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১৯১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৮০।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৪৮৮০২। শুধু এদিনই কলকাতায় ১৮৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১৯১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩৪১২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৪৯১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৭৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৩৮৯৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৯২ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৭৩০৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯০৫০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৯৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪০২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪১৩৯৯। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৪০৭০৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২০ জন। হুগলিতে ২৯৪ জন বেড়ে আক্রান্ত ৩২৮৩৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ৪৪ জন, দার্জিলিংয়ে ১২৬ জন, কালিম্পংয়ে ৯ জন, জলপাইগুড়িতে ৮৪ জন, উত্তর দিনাজপুরে ৫৮ জন, দক্ষিণ দিনাজপুরে ২৫ জন, মালদহে ২৭৬ জন, মুর্শিদাবাদে ২০৩ জন, নদিয়ায় ২২৭ জন, বীরভূমে ৩৭৪ জন, পুরুলিয়ায় ১৫৭ জন, বাঁকুড়ায় ১২০ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৬১ জন, পূর্ব মেদিনীপুরে ৯১ জন, পূর্ব বর্ধমানে ১৩৬ জন, পশ্চিম বর্ধমানে ৩৫৯ জন মোট আক্রান্ত হয়েছেন। শুধু আলিপুরদুয়ার, কালিম্পং ও ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ১০-এর নিচে।