বহু জেলায় নামছে স্বস্তির বৃষ্টি
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের ৭ টি জেলায় স্বস্তির বৃষ্টিপাত হতে চলেছে। তবে এরমধ্যে সমস্তকয়টিই উত্তরবঙ্গের জেলা। জলপাইগুড়ি,দার্জিলিং, কলিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় স্বস্তির বৃষ্টির নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকতায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
ভোট পারদ চড়তেই সরগরম কলকাতার আবহাওয়া। তবে আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত রাজনৈতিক উত্তাপের সঙ্গেই কলকাতাকে গরম ভোগ করে যেতে হবে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। শহর কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি রয়েছে। এদিকে কয়েকদিন আগেই শহরের তাপমাক্রা ৩৮ ডিগ্রির অঙ্ক ছুঁয়েছে। তারপর আজ তা ৩৬ ডিগ্রির ঘরে।
ঝড় আসতে পারে একাধিক জেলায়
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে , দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, সেখানের বহু জেলায় ঝড়ের সম্ভানা থাকতে পারে। হাওয়া অফিসের বার্তা অনুযায়ী, পশ্চিমের একাধিক জেলায় ঝড় হতে পারে। ৩০ থেকে ৪০ কিলিমোটিরা প্রতি ঘণ্টার গতিতে হতে পারে ঝড়। পশ্চিম মেদিনী পুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বইতে পারে ঝড়। তবে তার সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে বলে জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০৬
বালুরঘাট ৩৪.৪
বাঁকুড়া ৩৯.৮
ব্যারাকপুর ৩৭.২
বহরমপুর ৩৯.৬
বর্ধমান ৩৯.৮
দার্জিলিং ২০.০
পুরুলিয়া ৩৮.৭
শ্রীনিকেতন ৩৮.০
কৃষ্ণনগর ৩৭
মালদা ৩৪.০
মেদিনীপুর ৩৭
বৃষ্টি-গরম সমাগমে!
একদিকে রাজ্যের একাধিক জেলায় গরমের তীব্র দাবদাহ তেমনই অন্যদিকে বহু জেলায় বৃষ্টির পূর্বাভাস। প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ মাস গরমের নিরিখে ইতিমধ্যে রেকর্ড গড়েছে। ১২১ বছরে এবছরের মার্চই তৃতীয় উষ্ণতম মাস। এদিকে, তীব্র গরমের মাঝেই কেরল, তামিলনাড়ুর বুকে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।