ভারতের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল তাদের প্রিপেড গ্রাহকদের জন্য এনেছে দুটি নতুন প্যাকেজের সুবিধা। এই টেলিকম সংস্থা তাদের নতুন ২৪৮ এবং ২৯৮ টাকার রিচার্জে দিচ্ছে আনলিমিটেড কলিং এর সঙ্গে দৈনিক ১০০ টা করে এসএমএস এর পরিষেবা।

বিএসএনএল তাদের ২৪৯ টাকা প্রিপেড পরিকল্পনার সঙ্গে দিচ্ছে আনলিমিটেড কলের সুবিধা এবং প্রতিদিন ১০০ টা করে এসএমএস পরিষেবা। এর পাশাপাশি ২ জিবি করে প্রতিদিনের ডাটা পাবে ৬০ দিনের জন্য গ্রাহক। দুমাসের জন্য সমস্ত নম্বরে ফ্রি কলিং এর সুবিধা উপভোগ করতে পারবেন বিএসএনএল ব্যবহারকারীরা। এই পরিকল্পনাটিকে প্রথম রিচার্জ কুপন প্যাক হিসেবে প্রকাশ করছে সংস্থাটি ,যেটা গ্রাহকদের জন্য এই প্রথমবার আনা হয়েছে সংস্থার তরফে।

অন্যদিকে বিএসএনএল তাদের আরেকটি পরিকল্পনা অর্থাৎ ২৯৮ টাকা রিচার্জে প্রিপেড গ্রাহকরা পাবে দৈনিক ১ জিবি করে ডাটা এবং মুম্বাই ও দিল্লিসহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। এর পাশাপাশি এই পরিকল্পনায় মিলবে ৫৬ দিনের জন্য ১০০ টা করে দৈনিক এসএমএস এবং এরস নাউ সাবস্ক্রিপশন। এই টেলিকম সংস্থা জানাচ্ছে দৈনিক ১ জিবি ডাটা পরিমাণ শেষ হয়ে গেলে ৪০ কেবিপিএস করে ইন্টারনেট গতি বজায় থাকবে এই পরিকল্পনায়। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে এই রিচার্জ করতে পারবে গ্রাহকরা।

বিএসএনএলের পাশাপাশি অন্য তিন টেলিকম সংস্থা এয়ারটেল, রিলাইন্স জিও এবং ভিআই ২৪৯ টাকার পরিষেবা দিয়ে থাকছে তাদের প্রিপেড গ্রাহকদের। এয়ারটেল ২৪৯ টাকা রিচার্জে তাদের প্রিপেড গ্রাহকদের দিচ্ছে ২৮ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি ডাটা সঙ্গে ১০০ টা করে এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।

অন্যদিকে ২৪৯ টাকা রিচার্জে এই একই সময়ের জন্য জিও তাদের প্রিপেড গ্রাহকদের দিচ্ছে দৈনিক ২ জিবি করে ডাটার সঙ্গে ১০০ টা করে এসএমএস এবং আনলিমিটেড কল এর পরিষেবা। এই রিচার্জে গ্রাহকরা পাবে সমস্ত জিও অ্যাপ্লিকেশনগুলি সাবস্ক্রিপশনের পরিষেবাও।

অন্য আরেকটি টেলিকম সংস্থা ভিআই তাদের ২৪৯ টাকা রিচার্জে প্রিপেড গ্রাহকদের দিচ্ছে ২৮ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি করে ডাটা এবং আনলিমিটেড কলের সঙ্গে ১০০ টা করে এসএমএস এর সুবিধা। এই পরিকল্পনায় গ্রাহকরা পাবে উইকেন্ড ডাটা রোলওভার সুবিধার সঙ্গে ভিআই মুভি এবং টিভির ফ্রি সাবস্ক্রিপশনের পরিষেবা ।

এছাড়াও এয়ারটেল ২৯৮ টাকার প্রিপেইড পরিকল্পনার তাদের গ্রাহকদের দিচ্ছে ২৮ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডাটার সঙ্গে আনলিমিটেড কলিং এর সুবিধা এবং ১০০ টা করে এসএমএস। এর পাশাপাশি এয়ারটেল তার গ্রাহকদের বিনোদনের জন্য এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন, উইঙ্ক মিউজিক অ্যাপ, এবং ১০৫ টাকা ক্যাশব্যাক দিয়ে থাকছে গ্রাহকদের। এয়ারটেল ২৯৮ টাকার প্রিপেড পরিকল্পনা গ্রাহকদের দিলেও জিও এবং ভিআই এই পরিকল্পনা চালু করেনি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।