করোনার দ্বিতীয় তরঙ্গে নাজেহাল দেশ। ১০টি রাজ্যের উদ্যোগ বাড়ছে প্রতিদিন। তার মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে একদিনে করোনা সংক্রমণ ফের ৬০ হাজারের উপরে পৌঁছে গিয়েছে। আর একদিনে মৃত্যু হয়েছে প্রায় চারশো জনের। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক মহারাষ্ট্র-সহ ১০ রাজ্যের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
মহারাষ্ট্রে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ৬৩,৭২২ জন। মোট করোনা সংক্রমণের সংখ্যা ৩৭ লক্ষ ৩ হাজার ৫৮৪। ৪৫,৩৩৫ জন করোনা জয় করে ছাড়া পেয়েছেন একদিনে। আর উদ্বেগ বাড়িয়ে একদিনে মৃত্যু হয়েছে ৩৯৮ জনের। এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৫৫১ জনের।
মহারাষ্ট্রের পাশাপাশি দৈনিক সংক্রমণ বাড়ছে উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, কর্ণাটক, মধ্য প্রদেশ, গুজরাট, কেরল, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। আর ৬টি রাজ্যে করোনার বাড়বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। উপরিউক্ত দশটি রাজ্যে নতুন সংক্রমিত মোট সংক্রমণের ৭৯.১০ শতাংশ। উল্লেখ্য, ভারতে ২৪ ঘণ্টার মধ্যে নতুন সংক্রমণ নিবন্ধিত হয়েছে রেকর্ডসংখ্যক ২,১৭,৩৫৩।
মহারাষ্ট্রে একদিনে করোনা সংক্রমিত ৬৩,৭২২। তারপরে রয়েছে উত্তরপ্রদেশ ২২,৩৩৯ এবং দিল্লি ১৯,৪৮৬। ভারতের মোট করোনা সক্রিয়ের সংখ্যা ১৬ লক্ষ ৬৫ হাজার ৭০৩। মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং কেরালার মোট সক্রিয়ের সংখ্যা দেশের মোট সক্রিয়ের সংখ্যার ৬৫.৬৬ শতাংশ। মন্ত্রণালয় জানিয়েছে, একমাত্র মহারাষ্ট্রেই দেশের মোট সক্রিয় মামলার ৩৯.৬০ শতাংশ রয়েছে।