দ্রুত ভারতে আসছে স্পুটনিক-ভি
এদিকে ভারতে ব্যবহারের জন্য ছাড়পত্র পাওয়া তৃতীয় করোনা টিকা স্পুটনিক-ভি আগামী মাস থেকেই আমদানি শুরু হবে বলে জানা যাচ্ছে। চলতি সপ্তাহেই ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড' (আরডিআইএফ)-এর স্পুটনিক-ভি ভারতে ব্যবহারের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। অন্যদিকে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার টিকাও।
একনজরে ভারতের করোনা পরিসংখ্যান
অন্যদিকে ভারতে কোভিড সংক্রমণ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ যে লাগামছাড়া হয়ে উঠেছে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। শুক্রবারের রিপোর্ট বলছে শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। মারা গিয়েছেন ১১৮৫ জন। বর্তমানে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৩ লক্ষের বেশি।
উদ্বেগ বাড়ছে গোটা দেশে
আক্রান্তের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বর্তমানে ভারতের অবস্থান। এরপরে রয়েছে ব্রাজিল। টিকা আবিষ্কারের পর থেকেই বিভিন্ন দেশে টিকা রফতানি করতে দেখা গেছে ভারতকে। এমনকী বিশ্বের বৃহত্তম টিকা উত্পাদক দেশ হিসাবেও সুখ্যাতি ছিল ভারতের। কিন্তু বর্তমানে নিজেদের চাহিদাই আকাশচুম্বী। দেশের বেশ কয়েকটি রাজ্যে টিকা সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে।
উদ্বেগ বাড়ছে দরিদ্র দেশহগুলিতে
অন্যদিকে বর্তমানে ভারতের টিকা আমদানির প্রয়োজন কয়েক ডজন দরিদ্র দেশের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ নিজেদের টিকাকরণের জন্য এসব দেশগুলি এতদিন ভারতের ওপর নির্ভরশীল ছিল। সঙ্গত, এর আগে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন - এই দুই হাতিয়ারকে সঙ্গেএ করেই ভাইরাসের বিরুদ্ধে লড়ছিল ভারত। কিন্তু বর্তমান সঙ্কটের জেরে আসরে নামতে চলেছে আরও একাধিক বিদেশি ভ্যাকসিন।