মতুয়াদের ভাঁওতা দিয়েছেন মমতা! শান্তনুর অভিযোগ একে একে খণ্ডন আর এক মমতার

বাংলায় চার দফায় ১৩৫ আসনে ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে। বাকি চার দফায় ১৫৯ আসনের ভোট বাকি। রাত পোহালেই ভোট পঞ্চম দফার। তার আগে মতুয়াদের নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ঠাকুরবাড়ির দুই সদস্য প্রাক্তন সাসংদ মমতাবালা ঠাকুর ও বর্তমান সাংসদ শান্তনু ঠাকুরের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।

মতুয়াদের ভাঁওতা দেওয়ার অভিযোগ মমতার বিরুদ্ধে

বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতুয়াদের ভাঁওতা দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, মতুয়াদের কোনও উন্নয়ন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভাঁওতা দিয়ে গিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি মিথ্যের বেসাতি করে যাচ্ছেন মতুয়াদের নিয়ে। কোনও কাজের কাজ করেননি।

মতুয়াদের নাগরিকত্ব পেতে বাধার সৃষ্টি করছেন মমতা!

তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করেছিলেন, তার কোনও অস্তিত্ব এখন পর্যন্ত মেলেনি। মতুয়া উন্নয়ন পর্যদ থেকে মানুষেরা কোনও উপকৃত হননি। হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি ঘোষণা করলেও, সেই ছুটি এখনও কেউ পাননি। উল্টে সিএএ বিরোধিতা করে তিনি মতুয়াদের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছেন।

মুসলিম, মতুয়া, রাজবংশী, তফশিলিরা শুধু দুধেল গাই!

শান্তনু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম থেকে মতুয়া, রাজবংশী থেকে তফশিলিদের শুধু দুধেল গাই হিসেবেই ব্যবহার করে যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন সম্প্রদায়কে শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে গিয়েছেন তিনি। এখনও পর্যন্ত কোনও সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে দাবি পূরণ করতে পারেনি।

শা্ন্তনুকে পাল্টা তথ্য দিয়ে বোঝালেন মমতাবালা

তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর বিরোধিতা করেছেন শান্তনুর এইসব অভিযোগের। তিনি বলেন, ঠাকুরবাড়ির যে ঘাট দিয়ে শান্তনু ও তাঁর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর কামনা সাগরে নামেন, সেই ঘাটটি তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগ ও অর্থানুকুল্যে। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে রাজ্য সরকারের তরফে ছুটিও কার্যকর হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়েরও কার্যকরী প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মিথ্যা অভিযোগ করছেন শান্তনু।

মানুষের মন বিষিয়ে দিতে মিথ্যা অভিযোগ

মমতাবালা বলেন, হরিচাঁদ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের জন্য ভাইস চ্যান্সেলর পর্যন্ত নিয়োগ হয়ে গিয়েছে। তারপর মতুয়া উন্নয়ন পর্যদকে ইতিমধ্যে ১০ কোটি টাকা দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ভোটের কারণে পর্যদের কাজ শুরু হয়নি। পঞ্চমদফায় উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মতুয়া মহলে ভোট, তাই মিথ্যা রটনা করে মানুষের মন বিষিয়ে দিতে চাইছেন বিজেপি সাংসদ।

বাংলার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা এবার হিন্দিভাষীদেরও! সন্দিহান ভোট কৌশলী পিকেও

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।