তিন দফার ভোট হোক এক দফায়
করোনা পরিস্থিতি যেভাবে রাজ্যে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ তিন দফার ভোট এক দফায় করার প্রস্তাব দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে এই প্রস্তাব আগেই দিয়েছে তৃণমূল কংগ্রেস। করোনা সংক্রমণ ফের রাজ্যে ভয়ানক আকার নিেয়ছে বলে দাবি করেছেন তিনি।
সর্বদল বৈঠক
আগামিকাল রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ। ৪৫ কেন্দ্রে হবে ভোট। করোনা বিধি মেনে কড়া নজরদারিতে ভোট পরিচালনা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এখনও রাজ্যে আরও তিন দফা ভোট বাকি। তার জন্য জোর কদমে প্রচার চলছে। করোনা বিধি তুড়িতে উড়িয়ে জনসভা, রোড শো, ব়্যালি চলছে। এই পরিস্থিতিতে তা আরও বিপজ্জনক হতে পারে আঁচ করেই নির্বাচন কমিশন পরের তিন দফার ভোট পরিচালনা নিয়ে সর্বদল বৈঠক ডেকেছেন। তাতে সব রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও থাকবেন স্বাস্থ্য সচিব।
করোনা নিয়ে পদক্ষেপ
সূত্রের খবর সর্বদল বৈঠকে প্রচারের একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারে কমিশন। রোড শো, জনসভায় নিষেধাজ্ঞা জারি হতে পারে। বদল করা হতে প্রচার শেষে সময়সীমাও। ৭২ ঘণ্টা আগেই প্রচারে নিষেধাজ্ঞা জারি হতে পারে। বাড়ি বাড়ি প্রচারে ৫ থেকে ৬ জনের বেশি নিয়ে যাওয়া যাবে না এমনটাও জানানো হতে পারে। অনলাইনে এবং টেলিভিশন চ্যানেল ও কেবল টিভিতে স্লট নিয়ে প্রচার চালানোর প্রস্তাব দিতে পারে নির্বাচন কমিশন।
বিজেপি ছড়াচ্ছে করোনা
মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে করোনা সংক্রমণের জন্য দায়ী করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিজেপি দায়ী বাংলায় করোনা সংক্রমণের জন্য। মোদীর জনসভার জন্য গুজরাত মধ্যপ্রদেশ থেকে লোক আসছে রাজ্যে। তারা এসে করোনা সংক্রমণ ছড়াচ্ছে বাংলায়। পরোক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই করোনা সংক্রমণের জন্য দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।