করোনা কাড়ল আরও এক প্রার্থীর প্রাণ, রেজাউলের পর হার মানলেন আরএসপির প্রদীপ

করোনা ফের প্রাণ কাড়ল একুশের বিধানসভা নির্বাচনের এক প্রার্থীর। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের পর এবার আরএসপির প্রার্থী প্রদীপ নন্দীর প্রাণ কারল মারণ ভাইরাস করোনা। প্রদীপ নন্দী মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। করোনা প্রাণ কাড়ায় এই কেন্দ্রে স্থগিত হয়ে গেল নির্বাচন।

প্রদীপ নন্দী ভোট-যুদ্ধে নামার আগে করোনা মহামারীর কাছে হার মানলেন। এর আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়েছিল করোনার জেরে। ২৬ এপ্রিল ওই কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল। এই দুই মৃত্যুর জের দুই কেন্দ্রে আপাতত ভোট স্থগিত হয়ে গেল।

আরএসপির প্র্রার্থী প্রদীপ নন্দী পেশায় আইনজীবী। তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই জ্বরে আক্রান্ত হন। ভর্তি ছিলেন বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিট নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংযুক্ত মোর্চা শিবিরে।

রাজ্যে উত্তরোত্তর বেড়ে চলেছে করোনা। তারই মধ্যে চলছে ভোট। এ রাজ্যে আবার ভোট হচ্ছে আট দফায়। ফলে এখনও প্রচার, জনসভা, মিটিং-মিছিল, জমায়েত কত কিছু হবে। ইতিমধ্যে দুজন প্রার্থী হারলেন মারণ করোনার কাছে। আরও অনেক প্রার্থীই করোনা আক্রান্ত হয়েছেন। তাই করোনাকালে ভোটে কী হয় পরিণতি, তা নিয়েই আতঙ্ক রাজ্যজুড়ে।