অডিও-য় মমতা ও পার্থপ্রতিমের কণ্ঠস্বর
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়ের একটি ফোনালাপের বিষয় উঠে আসে ওই অডিও টেপে। ওই ফোনালাপে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিমকে বলছেন, পার্থ মাথা ঠান্ডা করে ভোটটা করো। তারপর এর বিচার আমরা করব।
ডেডবডিগুলো এখন রেখে দাও, বলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বলতে শোনা যায়, ডেডবডিগুলো এখন রেখে দাও। পরিবারকে বলবে যেন কেউ বডি না নেয়। ডেডবডি নিয়ে ব়্যালি হবে। পার্থ তার উত্তরে বলেন, একদম, চিন্তা করবেন না। আমি এখানে পড়ে আছি। এরপর মমতা জিজ্ঞাসা করেন, কারা করেছে, সিআরপিএফ? লোকগুলো কাদের? পার্থ বলেন, ওঁরা আমাদেরই লোক।
‘আমি বলে দেব, ভোটের পর সব হবে’
এরপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, ইচ্ছামতো মামলা করবে না, আমি বলে দেব, ভোটের পর সব হবে। ল-ইয়ারদের সঙ্গে কথা বলে সব করতে হবে। মাথা ঠান্ডা করে ভোট করো। এজেন্টদের স্ট্রেন্থ দাও। বিজেপির আইটি সেলের প্রধান বাংলার সহ পর্যবেক্ষক অমিত মালব্য পঞ্চম দফা ভোটের আগের দিন এই টেপ প্রকাশ করে তোলপাড় ফেলে দেন রাজ্য রাজনীতিতে।
লাশের রাজনীতি করে অশান্তি, অভিযোগ বিজেপির
অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, শীতলকুচির ঘটনা নিয়ে রাজনীতি করতে চাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদেহ নিয়ে মিছিল করতে চাইছিলেন। লাশের রাজনীতি করে অশান্তি তৈরির চেষ্টাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা। এরপর ওই অডিও টেপকে ভুয়ো বলে দাবি করেন তৃণমূল নেতা তাপস রায়। এসব বিজেপির নোংরা রাজনীতি। আর তা করতেই অমিত মালব্য এসেছেন বাংলায়।