ধোনির মাইলস্টোন
চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির এই নজিরকে কুর্নিশ জানিয়েছে সিএসকে-সহ আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। প্রাক্তন সতীর্থ শেন ওয়াটসনও এদিনের ম্যাচ শুরুর আগে ধোনিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। কুর্নিশ জানিয়েছেন অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্বদানের জন্যও। চেন্নাই সুপার কিংসের হয়ে ২৪টি চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ ম্যাচ খেলেছেন ধোনি। সিএসকে যখন নির্বাসিত ছিল তখন ২০১৬ ও ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ৩০টি আইপিএল ম্যাচ খেলেন ধোনি।
ছবি- বিসিসিআই/আইপিএল
সতীর্থদের তৎপরতা
আজ নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ না করলে ধোনিকে নির্বাসনের মুখে পড়তে হতো। কারণ, আগের ম্যাচেই স্লো ওভার রেটের জন্য ধোনির ১২ লক্ষ টাকা জরিমানা। ফের একই অপরাধের ফাঁদে সিএসকে জড়িয়ে পড়লে অধিনায়ক ধোনিকে অন্তত দুটি ম্যাচে নির্বাসনের মুখে পড়তে হতো। তবে এদিন তা হয়নি। যদিও সামনের ম্যাচ অবধি ধোনির মাথার উপর সেই খাঁড়া থাকবে। বোলারদের মধ্যে তাই এদিন ওভার শেষ করার যথেষ্ট তৎপরতা দেখা গিয়েছে।
ছবি- বিসিসিআই/আইপিএল
বিরাটের পরেই
মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০৮ সাল থেকে নেতৃত্ব দিচ্ছেন। তিনবার আইপিএল জিতেছে সিএসকে, ২০১০, ২০১১ ও ২০১৮ সালে। ২০১০ ও ২০১৪ সালে ধোনির নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ জেতে। শুধু ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে সুরেশ রায়না নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্যাচে ধোনি বোলিংও করেছিলেন। আইপিএলে আজ ২০৬তম ম্যাচ খেলছেন ধোনি। তার আগে এতো ম্যাচ আইপিএলে কোনও ক্রিকেটার খেলেননি। সুরেশ রায়না ১৯৩টি ও বিরাট কোহলি ১৯২টি আইপিএল ম্যাচ খেলেছেন।
ছবি- বিসিসিআই/আইপিএল
চলে চলো
ধোনির মাইলস্টোন ম্যাচের আগে তাঁর জন্য লগান ছবির চলে চলো গানটি উৎসর্গ করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তাঁর বিশ্বাস এই গানটি মোটিভেট করবে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের। রংগিলা ছবির মাঙ্গতা হ্যায় ক্যায়া গানটি তিনি উৎসর্গ করেছেন সুরেশ রায়নার জন্য। এদিন ধোনির টুপিতে ১ লেখা রয়েছে। সুনীল গাভাসকর বলেন, আমি মনে করি সব সময় অধিনায়কের টুপির নম্বর ১-ই হওয়া উচিত।
ছবি- বিসিসিআই/আইপিএল