সিবিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। সিবিএসইর দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে। এবার সিআইএসসিইর শিক্ষার্থীদের জন্যও বড় ঘোষণা হয়ে গেল। আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত করে দেওয়া হল। চূড়ান্ত সিদ্ধান্ত জুন মাসের প্রথমেই নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিক্ষামন্ত্রকের বৈঠকের পর সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয়। দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় করোনা মহামারীজনিত কারণে। সিবিএসইয়ের এই সিদ্ধান্তের পরেই সিআইএসসিইর প্রধান জানান, বোর্ড দশম ও দ্বাদশ সিআইএসসিই বোর্ডের ২০২১ সালের পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে। তাড়াতাড়িই সংশ্লিষ্ট সকলকে অবহিত করবে।
সেইমতোই সিদ্ধান্ত নিয়ে নিল সিআইএসসিই বোর্ড। তাঁরাও পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্তের সঙ্গে সহমত হল। সিবিএসই যেমংন দশম শ্রেণির পরীক্ষা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে, সিআইএসসিই কিন্তু দশম ও দ্বাদশ দুই শ্রেণির পরীক্ষাই স্থগিত করেছে। জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে, তা করা সম্ভব কি না। নাকি দেশের করোনা পরিস্থিতিতে বাতিল করে দিতে হবে পরীক্ষা।