মোদী কী করলেন! এক বছর পরেও করোনার থাবায় কাঁপছে দেশ, তোপ রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার ২০২০ সালের এপ্রিল মাসের ভারতে করোনাভাইরাস মহামারীর সূত্রপাত ও লকডাউনের সময়কার একটি ভিডিও পোস্ট করেন। সেখানে গত বছরই তাঁকে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের এই পরিস্থিতি তৈরির কথা বলা হয়েছিল। মোদী সরকার তার জন্য তৈরি হয়নি বলেই আর এই হাল।

প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে, এক বছর পরেও মানুষ মহামারীতে ভুগছে। কেন্দ্র তার দায়বদ্ধতা থেকে সরে আসতে পারে না। ক্যাপশনে কংগ্রেস সাংসদ লেখেন- "এক বছর পরেও আমাদের লোকেরা দুর্ভোগ পোষণ করে চলেছে, আমাদের পরিকাঠামো ভেঙে পড়ছে এবং আমাদের প্রধানমন্ত্রী তার দায়িত্ব থেকে সরে আসছেন।"

রাহুল গান্ধী বলেন, "লকডাউনে চিকিৎসা কেন্দ্র স্থাপন, পরীক্ষার ক্ষমতা বাড়ানো, হাসপাতালগুলি প্রস্তুত করা, ভেন্টিলেটরগুলি সরবরাহ করা, ভাইরাস পুনরায় ছড়ালে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হয়। কিন্তু ২০২০-র এপ্রিল থেকে আজ পর্যন্ত কোনও পরিকাঠামো উন্নয়ন করতে পারেননি প্রধানমন্ত্রী।

শুক্রবার ভারতে আরও ২ লক্ষ ১৭ হাজার ৩৩৩টি নতুন করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১৫ মিলিয়নে পৌঁছেছে। এটি টানা দ্বিতীয় দিনে দেশটিতে দুই লাখেরও বেশি সংক্রমণ হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে মৃতের সংখ্যা বেড়েছে ১,৭৫,৪৫৯ জন। ১,১৮৫টি নতুন প্রাণহানির ঘটনা ঘটেছে এদিন। এই সংখ্যা ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ।