আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মাঠের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। যদিও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে পরে ব্যাটিং করে ম্যাচ হেরেছিল রাজস্থান।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচেও রান তাড়া করেছিল রাজস্থান রয়্যালস। দুর্দান্ত শতরানও করেছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু ম্যাচ জিততে পারেনি রাজস্থান। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে টসে জিতে পরে ব্যাটিং করার সিদ্ধান্চ নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণ হয়েছিল। আজে আগে ব্যাটিং করে টিম দিল্লি কী কেরামতি দেথায়, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস। তাঁর পরিবর্তে আজ ডেভিড মিলারকে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। শ্রেয়স গোপালের পরিবর্তে আজে সঞ্জুর দলে জায়গা পেয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার জয়দেব উনাদকাট। অন্যদিকে দিল্লি দলে দুটি পরিবর্তন করা হয়েছে। শিমরোন হেটমায়ারের পরিবর্তে আজ খেলবেন কাগিসো রাবাডা। আইপিএল অভিষেক ঘটতে চলেছে ললিত যাদবের।

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ : মনন ভোরা, জস বাটলার (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, এম রহমান।

দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ : শিখর ধাওয়ান, পৃথ্বী শ, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক ও অধিনায়ক), মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, ললিত যাদব, রবিচন্দ্রণ অশ্বিন, টম কারান, কাগিসো রাবাডা, আবেশ খান।